শাহরাস্তিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৫৫ তম জাতীয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫’ পালন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রশাসনের পক্ষে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জাতীর বীরদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা । এরপর বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান, রাজনৈতিক,সামাজিক,শাহরাস্তি প্রেসক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যক্তি বিশেষ বিজয়স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন।
এদিন সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, , বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইড ও বিভিশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও কুচকাওয়াজের পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১টায় বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধণা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই দিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও আই সি টি অফিসার মোঃ শাহজাহান এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নিরুপম মজুমদার, শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম( বার) উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজিলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারী,পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা মুক্তিযুদ্ধের সমন্বয়ক মোহাম্মদ শাজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধাআব্দুল মান্নান বি এস সি , বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা যুবদলের সদস্য সচিব এতেশামুল হক গনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী।
উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, সমবায় অফিসার মোঃ মোতালেব খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশরাফ খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আকন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। পরে ইস্কুল কলেজের চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও মুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এ ছাড়াও বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।”