বেলচোঁ বাজারে স্পীড ব্রেকারের দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন

  • আপডেট: ০৫:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে স্পীড ব্রেকারের নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে স্পীড ব্রেকারের নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারী ছাত্র-জনতা। তাদের দাবি সড়কটি সংস্কারের পর যানবাহনের গতি বেড়ে গেছে এবং কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ইতিপূর্বে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কার্যালয়ে একাধিকবার লিখত আবেদন করেও কোন সুরাহা না পেয়ে এমন কর্মসূচি পালনে আমরা বাধ্য হয়েছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মানববন্ধন চলবে।

হাজীগঞ্জের বেলচোঁ বাজারে ১টি ডিগ্রি মাদরাসা, একট হাইস্কুল, প্রাইমারি স্কুলসহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে কয়েকটি মৎস্য আড়ৎ। স্পীড ব্রেকার না থাকায় প্রতি মাসেই কয়েকটি দূর্ঘটনা ঘটে। ইতোপূর্বে এ বাজারে সড়ক দূর্ঘটনায় ৪জনের করুণ মৃত্যু হয়েছে। অনেকে পঙ্গুত্বের জীবন যাপন করছে।

মানববন্ধন চলাকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাজার হাজার যাত্রী সাধারণ দূর্ভোগের কবলে পড়ে। বিভিন্ন পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের সামনের সড়কে কোন স্পিড বেকার বা গতি প্রতিরোধক সাইনবোর্ড নির্মাণ বা স্থাপন না করায় ইতোপূর্বে বেলচোঁ বাজারে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা নিহত ও আহত হয়েছেন। আমরা বিষয়টি লিখিত ভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছি।

দুপর ১২টার সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী মোহনের মুঠোফোনে কথা বলে স্পীড ব্রেকার নির্মাণের আশ^াস দিলে আন্দোলনকারীরা তাদের মানববন্ধন প্রত্যাহার করে নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাজীগঞ্জ সেবা সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আনোয়ার হোসেন নোমান, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী মোহন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক হোসেন মিয়াজী, প্রচার সম্পাদক ফারুক হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, শাহাদাত হোসেন সরকার, ব্যবসায়ী তাজুল ইসলাম প্রমূখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বেলচোঁ বাজারে স্পীড ব্রেকারের দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন

আপডেট: ০৫:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে স্পীড ব্রেকারের নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারী ছাত্র-জনতা। তাদের দাবি সড়কটি সংস্কারের পর যানবাহনের গতি বেড়ে গেছে এবং কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ইতিপূর্বে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কার্যালয়ে একাধিকবার লিখত আবেদন করেও কোন সুরাহা না পেয়ে এমন কর্মসূচি পালনে আমরা বাধ্য হয়েছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মানববন্ধন চলবে।

হাজীগঞ্জের বেলচোঁ বাজারে ১টি ডিগ্রি মাদরাসা, একট হাইস্কুল, প্রাইমারি স্কুলসহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে কয়েকটি মৎস্য আড়ৎ। স্পীড ব্রেকার না থাকায় প্রতি মাসেই কয়েকটি দূর্ঘটনা ঘটে। ইতোপূর্বে এ বাজারে সড়ক দূর্ঘটনায় ৪জনের করুণ মৃত্যু হয়েছে। অনেকে পঙ্গুত্বের জীবন যাপন করছে।

মানববন্ধন চলাকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাজার হাজার যাত্রী সাধারণ দূর্ভোগের কবলে পড়ে। বিভিন্ন পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের সামনের সড়কে কোন স্পিড বেকার বা গতি প্রতিরোধক সাইনবোর্ড নির্মাণ বা স্থাপন না করায় ইতোপূর্বে বেলচোঁ বাজারে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা নিহত ও আহত হয়েছেন। আমরা বিষয়টি লিখিত ভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছি।

দুপর ১২টার সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী মোহনের মুঠোফোনে কথা বলে স্পীড ব্রেকার নির্মাণের আশ^াস দিলে আন্দোলনকারীরা তাদের মানববন্ধন প্রত্যাহার করে নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাজীগঞ্জ সেবা সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আনোয়ার হোসেন নোমান, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী মোহন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক হোসেন মিয়াজী, প্রচার সম্পাদক ফারুক হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, শাহাদাত হোসেন সরকার, ব্যবসায়ী তাজুল ইসলাম প্রমূখ।