চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট: ০৬:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ২০

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরের হাজীগঞ্জে আইদি পরিবহন নামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলী গাজী (৫০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. উজির আলী (৪৬)।

বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার ধেররা তালুকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলী সদর উপজেলার খলিশাডুলি ফয়সাল ফিলিং স্টেশন সংলগ্ন গাজী বাড়ির মৃত ছলেমান গাজীর ছেলে।

আর আহত উজির আলীর বাড়ী নাটোর জেলায়। তার বাবার নাম আব্দুর রহমান। তিনি হাজীগঞ্জ উপজেলায় জাগরণ নামে সংস্থার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আইদি পরিবহনের বাসটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশা মুখিমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও একজন যাত্রী গুরুতর আহত হয়। আর অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়।

নিহহত ব্যাক্তির বড় ভাই মজিবুর রহমান গাজী বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করলে পথিমধ্যে সে মারা যায়।

থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথিমধ্যে মো. আলীর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, চালকের মরদহে কুমিল্লা থেকে আনা হলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও আইদি পরিবহনের বাসটি থানা হেফাজতে জব্দ আছে।

Tag :
সর্বাধিক পঠিত

সকালে ‘রিট করে’ বিকেলেই সুর পাল্টালেন সারজিস 

চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট: ০৬:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে আইদি পরিবহন নামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলী গাজী (৫০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. উজির আলী (৪৬)।

বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার ধেররা তালুকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলী সদর উপজেলার খলিশাডুলি ফয়সাল ফিলিং স্টেশন সংলগ্ন গাজী বাড়ির মৃত ছলেমান গাজীর ছেলে।

আর আহত উজির আলীর বাড়ী নাটোর জেলায়। তার বাবার নাম আব্দুর রহমান। তিনি হাজীগঞ্জ উপজেলায় জাগরণ নামে সংস্থার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আইদি পরিবহনের বাসটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশা মুখিমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও একজন যাত্রী গুরুতর আহত হয়। আর অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়।

নিহহত ব্যাক্তির বড় ভাই মজিবুর রহমান গাজী বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করলে পথিমধ্যে সে মারা যায়।

থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথিমধ্যে মো. আলীর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, চালকের মরদহে কুমিল্লা থেকে আনা হলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও আইদি পরিবহনের বাসটি থানা হেফাজতে জব্দ আছে।