হাজীগঞ্জ উপজেলাধীন হাজীগঞ্জ সদর ইউনিয়ন পূর্ব শাখা মৎস্যজীবী দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমান হোসেন।
উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আর্জিন হোসেন দিনার, সদর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মীর, ছাত্রনেতা ফরহাদ হোসেন প্রমুখ।
হাটিলা পশ্চিম ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি মো.রিপনের সঞ্চলনায় সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. শামিম হোসেন সামি। এবং অতিথিবৃন্দের বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন, উপজেলা মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি মো. ইমান হোসেন।
একই সময়ে তিনি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন। নবগঠিত কমিটির সভাপতি হলেন, খোকন সর্দার সিনিয়র সহ-সভাপতি শরিফ হাজী, সাধারণ সম্পাদক আবু ফাহাদ সাইফুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন গাজী ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিজি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সোহেল, জুলহাস চৌধুরী, সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গাজী ও মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হাসান পাটোয়ারী প্রমুখ।
এসময় উপজেলা, পৌর ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।