ওয়ালটনের “ডাবল মিলিয়ন” অফার উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ওয়ালটন প্লাজা মডেল টাউনের উদ্যোগে অনুষ্ঠিত র্যালিতে ওয়ালটনের কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ওয়ালটন প্লাজা মডেল টাউনের ম্যানেজার মো. ইয়াছিন সাইমনের নেতৃত্বে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে র্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক করে পূণরায় প্লাজায় এসে শেষ হয়।
জানা গেছে, সারা দেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ শুরু করছে গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনে ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। ‘ডাবল মিলিয়ন’ অফারের আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা।
এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত ১০ অক্টোবর ডাবল মিলিয়ন অফারটি শুরু হয়েছে এবং এই সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
এ বিষয়ে ওয়ালটন প্লাজা মডেল টাউনের ম্যানেজার মো. ইয়াছিন সাইমন বলেন, সিজন-২১ চলাকালে ক্রেতারা পণ্য কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা।
তিনি বলেন, এ ছাড়াও এই অফারের আওতায় ক্রেতারা পাবেন নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম থেকে ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দেওয়া হবে।
র্যালিতে ওয়ালটন প্লাজা হাজীগঞ্জের ম্যানেজার মো. খোরশেদ আলম, অফিসার আব্দুর রহিম, রিফাত হাসান, ফজলুল করিম, তনয় চন্দ্র পাল, বিষ্ণু ঘোষ, আলমগীর কবির, স্মৃতি আক্তার, হিমেল ও ইব্রাহিম উপস্থিত ছিলেন।
এছাড়াও ওয়ালটন প্লাজা মডেল টাউনের অফিসার সুমন চন্দ্র দে, মামুন দেওয়ান, খালেদুল আলম, হৃদয় হোসেন, উয়ারুক পাটওয়ারী ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের সত্ত্বাধীকারী মাহমুদুল হাসান কিরনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।