হাজীগঞ্জের রাজারগাঁওয়ে অবৈধ মেলা বন্ধ করে দিলো প্রশাসন: দুইজনের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট: ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১৬২

ছবি-নতুনেরকথা।

হাজীগঞ্জের রাজারগাঁওয়ে প্রশাসনের পূর্বানুমতি ছাড়া অবৈধভাবে মেলার আয়োজন করায় দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে উচ্ছেদ করা হয়েছে মেলার দোকানপাট।

আসামীরা হলো- হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মো. শাহ জালাল বেপারী ও মো: জামাল ভূঁইয়া।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শনিবার সকালে স্থানীয় কয়েকজন মেলা বন্ধ করতে মেলা পরিচালকের কাছে গেলে বাকবিতন্ডা হয়। ওই সময় তারা চলে গেলেও ইউনিয়নের মেনাপুর গ্রামের মো: বকুলের ছেলে মো: রাকিবকে মেলা কমিটির পরিচালক শাহ জালালের লোকজন তার বাড়িতে গিয়ে মারধর করে মেলার স্থানে নিয়ে আসে। প্রায় ৪ ঘন্টা আটক করে রাখে এবং তার পরিবারকে হুমকি ধমকি দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান জানান, ছেলেটিকে আটক করে রেখেছে শুনে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তখন মেলার সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। এবং মো. শাহ জালাল বেপারী ও মো.জামাল ভূঁইয়াকে নিয়ে যায়।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, সরকারের পূর্বানুমতি ব্যাতীত মেলার আয়োজন করায় তাদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এবং মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জের রাজারগাঁওয়ে অবৈধ মেলা বন্ধ করে দিলো প্রশাসন: দুইজনের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট: ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

হাজীগঞ্জের রাজারগাঁওয়ে প্রশাসনের পূর্বানুমতি ছাড়া অবৈধভাবে মেলার আয়োজন করায় দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে উচ্ছেদ করা হয়েছে মেলার দোকানপাট।

আসামীরা হলো- হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মো. শাহ জালাল বেপারী ও মো: জামাল ভূঁইয়া।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শনিবার সকালে স্থানীয় কয়েকজন মেলা বন্ধ করতে মেলা পরিচালকের কাছে গেলে বাকবিতন্ডা হয়। ওই সময় তারা চলে গেলেও ইউনিয়নের মেনাপুর গ্রামের মো: বকুলের ছেলে মো: রাকিবকে মেলা কমিটির পরিচালক শাহ জালালের লোকজন তার বাড়িতে গিয়ে মারধর করে মেলার স্থানে নিয়ে আসে। প্রায় ৪ ঘন্টা আটক করে রাখে এবং তার পরিবারকে হুমকি ধমকি দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান জানান, ছেলেটিকে আটক করে রেখেছে শুনে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তখন মেলার সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। এবং মো. শাহ জালাল বেপারী ও মো.জামাল ভূঁইয়াকে নিয়ে যায়।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, সরকারের পূর্বানুমতি ব্যাতীত মেলার আয়োজন করায় তাদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এবং মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে।