হাজীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধীর পরিবারকে ফাঁসানোর অভিযোগ!

  • আপডেট: ১০:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ০ Views

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে হামলা ও মারধরকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য শারিরিক এক প্রতিবন্ধীকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন (৬৪) নামের এক ব্যক্তি। ন্যায়-বিচার প্রার্থনায় তিনি বুধবার (১৬ অক্টোবর) সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেন।

জানা গেছে, গত ৪ অক্টোবর সম্পত্তিগত বিরোধের জেরে হাজীগঞ্জ পৌরসভাধীন ১০ নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মনিনাগ হাওলাদার বাড়ির দেলোয়ার হোসেন তার ছেলেসহ ৭/৮ জনকে সাথে নিয়ে প্রতিবন্ধী আমির হোসেন ও তার ছেলেসহ পরিবারের সদস্যদের উপর হামলা করেন। এতে দেশিয় অস্ত্রের আঘাতে তারা বেশ কয়েকজন আহত হন।

এই ঘটনায় চিকিৎসা নিয়ে ভুক্তভোগি শারিরিক প্রতিবন্ধী আমির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য তিনি ও তাঁর ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের মাদক সেবন ও বিক্রেতা বলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দেলোয়ার হোসেন। যা তদন্তধানী।

এ বিষয়ে প্রতিবন্ধী আমির হোসেন বলেন, আমরা নিরিহ মানুষ। আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন। সবশেষ গত ৪ অক্টোবর তারা আমাকে ও আমাদের ছেলেদেরসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

তিনি বলেন, মার খেলাম আমরা আর মিথ্যা অভিযোগ দেয় তারা। এর মধ্যে আজ (গতকাল বুধবার) সন্ধ্যায় দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা আবারো আমাদেরকে হুমকি-ধমকি দিয়েছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই, আপনাদের (সংবাদকর্মী) মাধ্যকে থানা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ বিষয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

হাজীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধীর পরিবারকে ফাঁসানোর অভিযোগ!

আপডেট: ১০:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে হামলা ও মারধরকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য শারিরিক এক প্রতিবন্ধীকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন (৬৪) নামের এক ব্যক্তি। ন্যায়-বিচার প্রার্থনায় তিনি বুধবার (১৬ অক্টোবর) সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেন।

জানা গেছে, গত ৪ অক্টোবর সম্পত্তিগত বিরোধের জেরে হাজীগঞ্জ পৌরসভাধীন ১০ নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মনিনাগ হাওলাদার বাড়ির দেলোয়ার হোসেন তার ছেলেসহ ৭/৮ জনকে সাথে নিয়ে প্রতিবন্ধী আমির হোসেন ও তার ছেলেসহ পরিবারের সদস্যদের উপর হামলা করেন। এতে দেশিয় অস্ত্রের আঘাতে তারা বেশ কয়েকজন আহত হন।

এই ঘটনায় চিকিৎসা নিয়ে ভুক্তভোগি শারিরিক প্রতিবন্ধী আমির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য তিনি ও তাঁর ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের মাদক সেবন ও বিক্রেতা বলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দেলোয়ার হোসেন। যা তদন্তধানী।

এ বিষয়ে প্রতিবন্ধী আমির হোসেন বলেন, আমরা নিরিহ মানুষ। আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন। সবশেষ গত ৪ অক্টোবর তারা আমাকে ও আমাদের ছেলেদেরসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

তিনি বলেন, মার খেলাম আমরা আর মিথ্যা অভিযোগ দেয় তারা। এর মধ্যে আজ (গতকাল বুধবার) সন্ধ্যায় দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা আবারো আমাদেরকে হুমকি-ধমকি দিয়েছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই, আপনাদের (সংবাদকর্মী) মাধ্যকে থানা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ বিষয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।