হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, পশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট: ১০:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ০ Views

চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, গো-খাদ্য ও নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনী।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক উপজেলার বন্যা দুর্গত কিছু সংখ্যক অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেন, সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে সহায়তা সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মো. আরিফ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাজহারুল ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

উল্লেখ্য, হাজীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির কারণে গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, বড়কুল পূর্ব ইউনিয়নসহ উপজেলার বেশ কিছু এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার ফলে বন্যার্ত মানুষের মাঝে গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প ত্রাণ বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা এবং বন্যা দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ, গো-খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে আসছে। এসব সহায়তা কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান রয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, পশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ

আপডেট: ১০:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, গো-খাদ্য ও নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনী।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক উপজেলার বন্যা দুর্গত কিছু সংখ্যক অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেন, সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে সহায়তা সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মো. আরিফ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাজহারুল ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

উল্লেখ্য, হাজীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির কারণে গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, বড়কুল পূর্ব ইউনিয়নসহ উপজেলার বেশ কিছু এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার ফলে বন্যার্ত মানুষের মাঝে গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প ত্রাণ বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা এবং বন্যা দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ, গো-খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে আসছে। এসব সহায়তা কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান রয়েছে।