হাজীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুরের সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন।
বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ শহর এলাকার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, ও শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়ার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, হাজীঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদা বণিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রাণ কৃষ্ণ সাহা মনা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাধা কান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, যুগল কৃষ্ণ হালদার, নিহার রঞ্জন হালদার মিলন প্রমূখ।
জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা কর্মকর্তা পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী লোকজনের খোঁজ খবর নেন এবং পূজার ব্যাপকতা ও বর্ণিল আয়োজন দেখে মুগ্ধ হবার অনুভূতি প্রকাশ করেন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য জায়গার ন্যায় চাঁদপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।