হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে প্রায় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবন, মুড়ি ও চানাচুর ইত্যাদি।
খাদ্য সামগ্রী বিতরণকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলার সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. কামাল গাজী বলেন, মানবিক কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে ইসলামী আন্দোলন হাটিলা পূর্ব ইউনিয়নের অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এর আগে সম্প্রতি সময়ে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সহস্রাধীক বন্যা ও পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও গত ৫ আগস্ট থেকে হাজীগঞ্জ বাজার, থানা ও মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতৃবন্দ।