শাহরাস্তিতে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি

ছবি-নতুনেরকথা।

শাহরাস্তিতে খালি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। বাসার তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে নগদ অর্থ স্বর্ণলংকার সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরচক্র। ১৮ সেপ্টেম্বর গভীর রাতে শাহরাস্তি পৌর এলাকার সেঁনগাও গ্রামের সূত্রধর বাড়ির প্রদীপ চন্দ্র সূত্রধরের ঘরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহরাস্তি থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ঘরের মালিক প্রদীপ চন্দ্র সূত্রধর জানান, তিনি একজন প্রবাসী ঘটনার দিন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বাসায় তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে চোরচক্র বাসার তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১ লক্ষ্য টাকা ৮ ভরি স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, আকামা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

তিনি জানান তিনি একজন ওমান প্রবাসী। জুলাই মাসে তিনি ছুটিতে বাড়িতে আসলে অক্টোবরের ২০ তারিখে আবার চলে যাওয়ার কথা। কিন্তু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হওয়ায় তিনি বিপাকে পড়েছেন। পরিবারের সদস্যরা জানান, সকালে পার্শ্ববর্তী বাসার লোকজন বাসার তালা ভাঙা দেখে তাদের খবর দেয়। এবিষয়ে থানা পুলিশের হস্তক্ষেপে কামনা করেছেন ভুক্তভোগীরা।

Tag :
সর্বাধিক পঠিত

যে কারণে পুরুষে ৪টি বিয়ের পক্ষে হীরা সুমরো

শাহরাস্তিতে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি

আপডেট: ১০:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শাহরাস্তিতে খালি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। বাসার তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে নগদ অর্থ স্বর্ণলংকার সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরচক্র। ১৮ সেপ্টেম্বর গভীর রাতে শাহরাস্তি পৌর এলাকার সেঁনগাও গ্রামের সূত্রধর বাড়ির প্রদীপ চন্দ্র সূত্রধরের ঘরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহরাস্তি থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ঘরের মালিক প্রদীপ চন্দ্র সূত্রধর জানান, তিনি একজন প্রবাসী ঘটনার দিন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বাসায় তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে চোরচক্র বাসার তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১ লক্ষ্য টাকা ৮ ভরি স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, আকামা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

তিনি জানান তিনি একজন ওমান প্রবাসী। জুলাই মাসে তিনি ছুটিতে বাড়িতে আসলে অক্টোবরের ২০ তারিখে আবার চলে যাওয়ার কথা। কিন্তু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হওয়ায় তিনি বিপাকে পড়েছেন। পরিবারের সদস্যরা জানান, সকালে পার্শ্ববর্তী বাসার লোকজন বাসার তালা ভাঙা দেখে তাদের খবর দেয়। এবিষয়ে থানা পুলিশের হস্তক্ষেপে কামনা করেছেন ভুক্তভোগীরা।