হাজীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ বাজরস্থ কাপড়িয়া পট্টিতে (বণিক পট্টি) অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে কাপড়িয়া পট্টির লোকনাথ সুতাঘর ও প্রদীপ স্টোরসহ ৬জন জাল বিক্রেতার দোকানে অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা। এসময় তিনি নিষিদ্ধ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন এবপরে তা পুড়িয়ে ধ্বংস করে ফেলেন।
অভিযানে উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী নওরীন দীনা মোস্তারীনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, কয়েকজন মৎস্য চাষী এবং হাজীগঞ্জ থানার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা সুলাতানা রাজিয়া বলেন, সরকারি বিধি অনুযায়ী কারেন্ট জালের উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ। এ জাল মাছের পোনা নিধনে ব্যবহৃত হয়ে থাকে। কিছু অসাধু ব্যবসায়ী গোপনে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করে থাকেন। আজকে (মঙ্গলবার) ১২ হাজার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস এবং বিক্রেতাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আবারও এমনটি হলে শাস্তির আওতায় আনা হবে।