বৈষম্যবিরোধী ছাত্রসমাজ

ফরিদগঞ্জের পৌরসভার মেয়রের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি-নতুনেরকথা।

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর পদত্যাগ দাবি করে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। মেয়রকে ফ্যাসিবাদী সরকারের দোসর অভিহিত করে তার পদত্যাগ চাওয়া হয়।

শনিবার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে পৌরসভা কার্যালয়ে এসে হাজির হয়। পরে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। এ কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তৃতা করেন শাকিল মুশফিক, ইমাম হোসেন, মো. আতিক হোসেন ও জিহাদুল ইসলাম।

তারা বলেন, পৌরসভাটি ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হলেও সেবার মান বাড়েনি। বরং দুর্নীতি বেড়েছে। মেয়র পৌরসভায় নানা অনিয়ম করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি। একইসঙ্গে মেয়রের অপকর্মের দোসর ক্যাশিয়ার গিয়াস উদ্দিনেরও পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হত্যার বিচার এবং ফরিদগঞ্জের সব দপ্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকেই সময়ে ছাত্রসমাজের ব্যানারে আরেকটি দল পৌরসভার সামনে অটোবাইক নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। তারাও পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন।

Tag :
সর্বাধিক পঠিত

যে কারণে পুরুষে ৪টি বিয়ের পক্ষে হীরা সুমরো

বৈষম্যবিরোধী ছাত্রসমাজ

ফরিদগঞ্জের পৌরসভার মেয়রের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট: ১১:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর পদত্যাগ দাবি করে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। মেয়রকে ফ্যাসিবাদী সরকারের দোসর অভিহিত করে তার পদত্যাগ চাওয়া হয়।

শনিবার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে পৌরসভা কার্যালয়ে এসে হাজির হয়। পরে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। এ কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তৃতা করেন শাকিল মুশফিক, ইমাম হোসেন, মো. আতিক হোসেন ও জিহাদুল ইসলাম।

তারা বলেন, পৌরসভাটি ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হলেও সেবার মান বাড়েনি। বরং দুর্নীতি বেড়েছে। মেয়র পৌরসভায় নানা অনিয়ম করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি। একইসঙ্গে মেয়রের অপকর্মের দোসর ক্যাশিয়ার গিয়াস উদ্দিনেরও পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হত্যার বিচার এবং ফরিদগঞ্জের সব দপ্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকেই সময়ে ছাত্রসমাজের ব্যানারে আরেকটি দল পৌরসভার সামনে অটোবাইক নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। তারাও পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন।