জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এইচ.এম হোসেন মিয়ার দাফন সম্পন্ন

  • আপডেট: ১০:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৪৪

জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এইচ.এম হোসেন মিয়া

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এইচ.এম হোসেন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে এ.এইচ.এম হোসেন মিয়ার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী এরশাদ মিয়ার ছোট ছেলে। তিনি প্রথমে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ এলাকাবাসী।

এ দিন জানাযা’র পূর্বে মরহুম এ.এইচ.এম হোসেন মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী, কাঁকৈরতলা হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. মুরতেজা কামাল, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক।

এ সময় মরহুমের স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী ফয়েজ আহমদ, আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী ও মাওলানা হেদায়েত উল্যাহ্ আল কাদেরি প্রমুখ। জানাযা’য় বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ মরহুমের কয়েকশত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে খাঁটি গরুর দুধ বিক্রর নামে প্রতারণা

জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এইচ.এম হোসেন মিয়ার দাফন সম্পন্ন

আপডেট: ১০:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এইচ.এম হোসেন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে এ.এইচ.এম হোসেন মিয়ার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী এরশাদ মিয়ার ছোট ছেলে। তিনি প্রথমে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ এলাকাবাসী।

এ দিন জানাযা’র পূর্বে মরহুম এ.এইচ.এম হোসেন মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী, কাঁকৈরতলা হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. মুরতেজা কামাল, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক।

এ সময় মরহুমের স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী ফয়েজ আহমদ, আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী ও মাওলানা হেদায়েত উল্যাহ্ আল কাদেরি প্রমুখ। জানাযা’য় বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ মরহুমের কয়েকশত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।