স্টাফ রিপোর্টার:
ভারতে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহ-ধর্মীনি হযরত আয়েশা সিদ্দিকা (রা.) শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত।
এ সময় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সহ-সভাপতি ও আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল হক বাগদাদি, সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুর রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন আল কাদরী।
ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সহ-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনের উপস্থাপনায় নেতৃবৃন্দের বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শ্লোগানে শ্লোগানে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহ-ধর্মীনি হযরত আয়েশা সিদ্দিকা (রা.) শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মাও. আব্দুল কাইয়্যুম মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, পৌর সহ-সভাপতি মিজানুর রহমান, মাও. রহমত উল্যাহ্ খান, সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সদস্য মাও. হারুন অর রশিদ, মাও. মোতাহের হোসেন শামিম, মাও. মো. নিজাম উদ্দিন, হাফেজ মো. সুলতান আহমেদ, খাজা আহমেদ, সিরাজুল ইসলাম মজুমদার, ইসলামী ছাত্রসেনা উপজেলা সাধারণ সম্পাদক ওচমান গনি, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ হোসেন, অর্থ সম্পাদক কাউছার হামিদসহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।