ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়াঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত এমরান মজুমদারের বাড়িতে শোকের মাতম বইছে। সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ করতে গিয় নিহত হয়েছে সে।
নিহত এমরান চাঁদপুরের কচুয়ার সিংআড্ডা গ্রামের মৃত মকবুল ক্বারীর ছেলে। তার মৃত্যুর সংবাদ শুনে বাকরুদ্ধ তার অন্তঃস্বত্তা স্ত্রী, বইছে স্বজনদের কান্নার আহাজারি।
জানা যায়, এমরান হোসেন ২০০১ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। বর্তমানে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফায়ার লিডার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভিতরে ভয়াবহ অগ্নিকাণ্ড রোধ করতে ফায়ার সার্ভিসের ইউনিটের সঙ্গে যান এমরান হোসেন। সেখানে রাসায়নিক পদার্থ থাকায় বিস্ফোরণে এমরান হোসেন মজুমদার নিহত হন
কচুয়া:সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ঘটনায় নিহত এমরানের বাড়িতে শোকের মাতম