স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ২০২২ইং সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত ১৯ মে (বৃহস্পতিবার) এ শিক্ষা প্রতিষ্ঠানকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দেয়া হয়।
এ ছাড়াও এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) প্রধান, সিনিয়র সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান তুহিন উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) ও ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর (ড্রেস মেকিং) শিরিনা আকতার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) হিসাবে স্বীকৃতি পেয়েছেন।
জানা গেছে, উপজেলা পর্যায়ে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বরাবরই জেএসসি, এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাশের ক্ষেত্রে ধারাবাহিকভাবে শতভাগ কৃতিত্ব দেখিয়ে আসছে। দক্ষ পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি উপজেলায় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এক প্রতিক্রিয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমেদ খসরু সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বিদ্যালয়ের পরিবেশ, পড়ালেখার মান ও ফলাফলে ভবিষ্যতেও যেন এ শ্রেষ্ঠত্ব অব্যাহৃত থাকে, এ জন্য তিনি পরিচালনা পর্ষদের সদস্য, শিক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।