অনলাইন ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
সোমবার তুর্কি প্রেসিডেন্ট বলেন, সম্ভবত চলতি সপ্তাহেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ হবে। খবর ডেইলি সাবাহর।
ইস্তানবুলে ঈদের নামাজ আদায়ের পর তিনি এসব কথা বলেন। ইউক্রেন-রাশিয়ার মধ্যকার উত্তেজনা নিরসনে ‘সমাধান কেন্দ্র’ হিসেবে বিবেচিত হচ্ছে ইস্তানবুল।
দুই মাস আগে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর বর্তমানে দেশটির পূর্বাঞ্চলে যুদ্ধের প্রকোপ বাড়িয়েছে রুশ সেনারা।
দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তুরস্ক যুদ্ধবিরতির পক্ষে কাজ করে যাচ্ছে। গত মাসেও ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে।
ওই বৈঠকে দুদেশের মধ্যকার বৈরিতা প্রশমনে ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে।
এরদোগান বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আমরা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।