ফিলিস্তিনের এক কিশোরসহ ৩জনকে গুলি করে মারলো দখলদার ইসরাইলি বাহিনী

  • আপডেট: ০৩:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • ৩৭

অধিকৃত পশ্চিমতীরে এক কিশোরসহ ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। পবিত্র রমজানে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে নৃশংস হামলা এটি। খবর এবিসি নিউজের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার পশ্চিমতীরে ওই তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল। ইসরাইলের সেনাবাহিনীর দাবি, ১৪ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর পেট্রোল বোমা ছুড়ে মারার কারণে সেনারা তাকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরাইলি সেনাদের গুলিতে ৩৪ বছর বয়সি আইনজীবী মোহাম্মদ আসাফ নিহত হয়েছে। এ ছাড়া রামাল্লায় ইসরাইলি সেনাদের অভিযানের সময় সংঘর্ষে আরেক ফিলিস্তিনি নিহত হন।

বুধবারের অভিযানে প্রায় ২০ জনকে গ্রেফতার করেছে ইসরাইল।তাদেরকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে অভিহিত করা হচ্ছে।

Tag :
সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে দিনক্ষণ তো এখন বলা যাবে না-প্রধান নির্বাচন কমিশনার

ফিলিস্তিনের এক কিশোরসহ ৩জনকে গুলি করে মারলো দখলদার ইসরাইলি বাহিনী

আপডেট: ০৩:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

অধিকৃত পশ্চিমতীরে এক কিশোরসহ ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। পবিত্র রমজানে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে নৃশংস হামলা এটি। খবর এবিসি নিউজের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার পশ্চিমতীরে ওই তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল। ইসরাইলের সেনাবাহিনীর দাবি, ১৪ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর পেট্রোল বোমা ছুড়ে মারার কারণে সেনারা তাকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরাইলি সেনাদের গুলিতে ৩৪ বছর বয়সি আইনজীবী মোহাম্মদ আসাফ নিহত হয়েছে। এ ছাড়া রামাল্লায় ইসরাইলি সেনাদের অভিযানের সময় সংঘর্ষে আরেক ফিলিস্তিনি নিহত হন।

বুধবারের অভিযানে প্রায় ২০ জনকে গ্রেফতার করেছে ইসরাইল।তাদেরকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে অভিহিত করা হচ্ছে।