• ঢাকা
  • মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ৩ মার্চ, ২০২২

কচুয়ার চৌমুহনী ডি.এস. আলিম মাদ্রাসা নবীন বরন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

কচুয়া উপজেলার চৌমুহনী ডি.এস. আলিম মাদ্রাসায় নবীন বরন, ছবক প্রদান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার চৌমুহনী ডি.এস. আলিম মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন সিনিয়র শিক্ষার্থীরা।

মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ছাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সর্দারের সর্ঞ্লনায় অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী আবদুল আল নোমান।

অনুভূতি প্রকাশ করেন নবীন শিক্ষার্থী মাসুম বিল্লাহ্, জাহিদুল ইসলাম, ফারজানা আক্তার, সানজিদা আক্তার মীম।

অুনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে-ই-আলম রিহাত। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সফিকুল ইসলাম পাঠান স্বপন, জাপান তাগুচি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান গাজী মো. আব্দুল হক, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন রাষ্ট্র বিজ্ঞানের প্রভাশক শাহ কামাল ভুইয়া, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার, সাবেক ইউপি সদস্য ফারুক আহমেদ,। অুনুষ্ঠানে এ মাদ্রাসা থেকে এবারের দাখিল পরিক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিপাপ্ত শিক্ষার্থী সানজিদা শরীফ রেশমাকে সংবর্ধনা দেয়া হয়। সে এ মাদ্রাসা থেকে ৮ম শ্রেনীতে ও ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!