হাজীগঞ্জে বৃদ্ধাকে হত্যার অভিযোগে মামলা

  • আপডেট: ০৭:৫২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৭২

নতুনেরকথা অনলাইন ডেস্কঃ

প্রতিবেশীর শিশু পুত্রকে ডেকে এনে আদর-সোহাগ করা, ভালো ভালো খাবার দেয়ায় হিংসায় কথা কাটাকাটির সময় একজনের থাপ্পরে আলী আজ্জম (৫৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টায় হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের নাসির উদ্দিন সর্দার বাড়ির চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলী আজ্জম হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, ওইদিন সকালে মৃতের স্ত্রী সাজেদা বেগম প্রতিবেশী অহিদের ছেলে শামীম (৪) কে আদর-সোহাগ ও ভালো খাবার দেয়। এসময় নিহতের ভাতিজা বউ বিউটি আক্তার তা দেখে তার স্বামী রাশেদকে ফোন করে জানায় “চাচী আমাদের সন্তানদের আদর-সোহাগ না করে” অন্যের পোলাগোরে এতো আদর করে কেন! স্ত্রীর ফোন পেয়ে সিএনজি চালক স্বামী রাশেদ উত্তেজিত হয়ে বাড়িতে আসেন । এসময় রাশেদ শিশু শামীমের মা শীমার সাথে বাকবিতন্ডতাই জড়ান। পরে সন্ধ্যায় শিশু শামীমের বাবা অহিদুল ইসলাম বাড়ি ফিরে স্ত্রী শীমাকে রাশেদ অপমান করেছে শুনতে পেয়ে চড়াও হয় রাশেদের উপর।
এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে অহিদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা টচ লাইট দিয়ে রাশেদকে মাথায় আঘাত করে। এসময় বৃদ্ধ আলী আজ্জম উভয়ের মারামারি থামানোর চেষ্টা করলে অহিদের সহোদর ভাই জহির বৃদ্ধকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একই সাথে প্রতেবেশী রিপনের স্ত্রী ফেরদাউস আক্তার বৃদ্ধকে ঘুষি দেয়। এর কিছুক্ষণ পরেই বৃদ্ধের মৃত্যু ঘটে।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, একই বাড়ির মৃত নজরুল ইসলামের ছেলে জহির আমার স্বামীর বুকে ধাক্কা মাড়লে আমার স্বামী মুখ থুবরে পড়ে যায়। এসময় একই বাড়ির রিপনের স্ত্রী ফেরদাউসী আক্তার ঘুষি মারেন। এর পর আমার স্বামীকে ঘরে নিয়ে আসলে তিনি বলেন আমার বুকটা একটু মালিশ করে দে বলতে বলতেই তিনি মারা যান।

এঘটনায় নিহতের ভাতিজা রাশেদ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যদিকে নিহতের প্রতিবন্ধী কুমারী মেয়ে স্বপ্না প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রশিদ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পরপরই অপরাধীরা আত্মগোপন করেন। এদিকে হাজীগঞ্জ থানা পুলিশ জড়িতদের আটক করতে রাতভর অভিযান পরিচালনা করেন।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, মারামারি পর বৃদ্ধ আলী আজ্জম মারা যায়। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত তথ্য জানা যাবে।

রোববার সন্ধ্যায় লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে ৪’শ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ম্যারাথন প্রতিযোগিতা

হাজীগঞ্জে বৃদ্ধাকে হত্যার অভিযোগে মামলা

আপডেট: ০৭:৫২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯

নতুনেরকথা অনলাইন ডেস্কঃ

প্রতিবেশীর শিশু পুত্রকে ডেকে এনে আদর-সোহাগ করা, ভালো ভালো খাবার দেয়ায় হিংসায় কথা কাটাকাটির সময় একজনের থাপ্পরে আলী আজ্জম (৫৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টায় হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের নাসির উদ্দিন সর্দার বাড়ির চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলী আজ্জম হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, ওইদিন সকালে মৃতের স্ত্রী সাজেদা বেগম প্রতিবেশী অহিদের ছেলে শামীম (৪) কে আদর-সোহাগ ও ভালো খাবার দেয়। এসময় নিহতের ভাতিজা বউ বিউটি আক্তার তা দেখে তার স্বামী রাশেদকে ফোন করে জানায় “চাচী আমাদের সন্তানদের আদর-সোহাগ না করে” অন্যের পোলাগোরে এতো আদর করে কেন! স্ত্রীর ফোন পেয়ে সিএনজি চালক স্বামী রাশেদ উত্তেজিত হয়ে বাড়িতে আসেন । এসময় রাশেদ শিশু শামীমের মা শীমার সাথে বাকবিতন্ডতাই জড়ান। পরে সন্ধ্যায় শিশু শামীমের বাবা অহিদুল ইসলাম বাড়ি ফিরে স্ত্রী শীমাকে রাশেদ অপমান করেছে শুনতে পেয়ে চড়াও হয় রাশেদের উপর।
এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে অহিদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা টচ লাইট দিয়ে রাশেদকে মাথায় আঘাত করে। এসময় বৃদ্ধ আলী আজ্জম উভয়ের মারামারি থামানোর চেষ্টা করলে অহিদের সহোদর ভাই জহির বৃদ্ধকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একই সাথে প্রতেবেশী রিপনের স্ত্রী ফেরদাউস আক্তার বৃদ্ধকে ঘুষি দেয়। এর কিছুক্ষণ পরেই বৃদ্ধের মৃত্যু ঘটে।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, একই বাড়ির মৃত নজরুল ইসলামের ছেলে জহির আমার স্বামীর বুকে ধাক্কা মাড়লে আমার স্বামী মুখ থুবরে পড়ে যায়। এসময় একই বাড়ির রিপনের স্ত্রী ফেরদাউসী আক্তার ঘুষি মারেন। এর পর আমার স্বামীকে ঘরে নিয়ে আসলে তিনি বলেন আমার বুকটা একটু মালিশ করে দে বলতে বলতেই তিনি মারা যান।

এঘটনায় নিহতের ভাতিজা রাশেদ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যদিকে নিহতের প্রতিবন্ধী কুমারী মেয়ে স্বপ্না প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রশিদ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পরপরই অপরাধীরা আত্মগোপন করেন। এদিকে হাজীগঞ্জ থানা পুলিশ জড়িতদের আটক করতে রাতভর অভিযান পরিচালনা করেন।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, মারামারি পর বৃদ্ধ আলী আজ্জম মারা যায়। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত তথ্য জানা যাবে।

রোববার সন্ধ্যায় লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।