মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তরের এখলাছপুরে জেল হত্যা দিবস উপলক্ষ্যে মিলাদ দোয়া ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকেলে এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী এ্যাড. জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. জসিম উদ্দিন বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সে সময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষী কারাবন্দী অবস্থায় জাতীয় ৪ নেতাকে রাতের আঁধারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই স্বাধীনতা বিরোধী চক্র আবারও ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্বে ও যুবলীগের সভাপতি বাদশা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সদস্য মো. মুজাম্মেল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিন, যুবলীগের সহ-সভাপতি লিটন সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না, উপজেলা যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন শ্যামল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম, তফুরা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন ঢালী।
পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।