নিজস্ব প্রতিনিধি ॥
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কোন ধর্মই বিশ্বাস করে না কিংবা লেখা নেই দেশে অশান্তি হউক।
সম্প্রতি বজায়ে রেখে সারা বিশ্বের মানুষ চলতে পারে সেই কথাই লেখা রয়েছে। রাসুল (স.) নিজেও এই কথাই বলে গেছেন। তিনি সকল ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্র চালিয়েছেন। অতএব সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। আমাদের দেশেও একই জিনিস একই পদ্ধতি যেন রাখতে পারি। তাহলেই শান্তি ফিরে আসবে।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহজাহান কামাল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারসহ বিভিন্ন জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।