মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার রায়পুর ইসলামাবাদ গ্রামের মৃত. লাল মহন সরকারের ছেলে নিত্য লাল (৭০) ১১ দিন আগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় করোন ভাইরাসের উপসর্গ দেখা দেয়। ২৬ মে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহপতিবার (২৮ মে) তার পরিবার জানতে পারে করোনা ভাইরাস পজেটিভ হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত নিত্যলাল সরকার বৃহস্পতিবার (২৮মে) ভোর ৪টায় ঢাকা থেকে এসে নিজ বাড়ীতে এসে উঠেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, সে ঢাকাতে করোনা ভাইরাসের জন্য নমুনা পরীক্ষা করিয়েছে। রির্পোট পজেটিভ এসেছে। তার বাড়িটি লকডাউন করা হয়েছে এবং সে’সহ তার সংস্পর্শে আসা সকলে আইসোলেশনে থাকবে।িএ
এদিকে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৫৯জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮৫, ফরিদগঞ্জে ২৯, মতলব উত্তরে ৭, হাজীগঞ্জে ১০, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ১০ ও হাইমচরে ৪জন।