মোহাম্মদ কবির আহমেদ :
ঐতিহ্যের ধারক ও বাহক চাঁদপুর জেলার সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোর অন্যতম অরাজনৈতিক প্রতিষ্ঠান হাজীগঞ্জ সবুজ সংঘের উদ্যোগে সংঘের নিজস্ব ভবনে বিপুল উৎসাহ উদ্দীপনা, সুশৃঙ্খলএবং শান্তিপূর্ণ পরিবেশে অত্র সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অত্র সংঘের সভাপতি মো.খায়রুল কবির আবাদ এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক শিক্ষানুরাগী সৈয়দ আহম্মেদ খসরু। সংঘের বর্তমান অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী পরিষদ নির্বাচনে অংশ নিবে না এ মর্মে অত্র ক্লাবের সদস্য মো.মিজানুর রহমান তুহিনকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয় ।
সভার দ্বিতীয় ও শেষ পর্বে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনার উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে কন্ঠ ভোটে সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি-খায়রুল কবির আবাদ এবং সাধারন সম্পাদক-মামুন রশিদ স্বপন সহ ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচিতদের নাম ও দায়িত্বপ্রাপ্ত পদবী ঘোষণা করেন। জেলার সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সবুজ সংঘের দ্বি-বার্ষিক সাধারন সভায় দীর্ঘ আলোচনা ও পর্যালোচনায় যুগোপযোগী সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে আগামী ২০১৯-২০,২০২০-২১ খ্রিস্টাব্দ ২বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদের নবগঠিত কমিটি নাম ঘোষনা করা হয়েছে।
শনিবার (২৯জুন) ক্লাবের নিজস্ব ভবনের ৩য় তলা হলরুমে সৌহার্দপূর্ণ পরিবেশে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি মো.খায়রুল কবির আবাদ নবনির্বাচিতদের নাম ঘোষনা করেন। নিম্নে নবনির্বাচিত কমিটির সকল পদের নেতৃবৃন্দের নাম দেয়া হলোঃ ১) সভাপতি খায়রুল কবির আবাদ,২) সিনিয়র সহ-সভাপতি- ছেরাজুল হক লাভু,৩) সহ-সভাপতি মজিবুল হক ,৪)সাধারন সম্পাদক মামুন রশিদ স্বপন,৫) যুগ্ম সাধারন সম্পাদক এমরান হোসেন,৬) সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন,৭) অর্থ বিষয়ক সম্পাদক মো.ওছমান গনি,৮) ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক- আবদুল আল আমিন (বাদল) , ৯) দপ্তর সম্পাদক – মো. বিল্লাল হোসেন,১০) সাহিত্য সম্পাদক -খালেদুর রহমান,১১) সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আল মেহমুদ,১২) যুব ও ক্রীড়া সম্পাদক-জাহাঙ্গীর আলম, ১৩) প্রচার ও প্রকাশনা সম্পাদক- সাংবাদিক মো.কবির আহমেদ, ১৪) নারী ও শিশু বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হারুন,১৫) শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ, ১৬) তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক-ওমর ফারুক, ১৭)কার্যনির্বাহী সদস্য- সৈয়দ আহম্মেদ খসরু, ১৮) জামাল হোসেন মজুমদার এবং ১৯) মো. আব্দুল বারেক।
সভায় অত্র সংঘের আজীবন সদস্য ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কর্মতৎপর ও সফল সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন, সদস্য শিক্ষানুরাগী মাহবুবুর রহমান মিলন,সদস্য লোকমান পাটোয়ারী, নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকল পদের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য,ঐক্য,শিক্ষা ও নিয়মানুবর্তিতা এ মূলনীনিকে সামনে রেখে ১৯৬৫ সালে মকিমাবাদের গৌরব বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক প্রধান শিক্ষক মরহুম আঃ মান্নান স্যার এর উদ্যোগে এলাকার কিছু মেধাবী তরুনদের সাথে নিয়ে মহৎ উদ্দেশ্যে অরাজনৈতিক প্রতিষ্ঠান হাজীগঞ্জ সবুজ সংঘ স্থাপন করেন। স্বেচ্ছাসেবকমূলক এ অরাজনৈতিক সংগঠনটি প্রতিণ্ঠার পর থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন সহ আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। অদ্যবধি বিভিন্ন সামাজিক কর্মকান্ড অব্যাহত আছে।