ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জ থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে থানা অফিসার ইন চার্জ মোঃ আবদুর রকিব এর সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন ওসি(তদন্ত) অহিদুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কমিউনিটি পুলিশিং এর সদস্য মাইনুদ্দিন পাটওয়ারী, সদস্য মোশারফ হোসেন মিলন, টিপু সুলতান সরকার, পুতুল সরকার, ডাঃ মোস্তফা, বাবলু, আ:রশিদ মেম্বার এবং ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক অহিদুর রহমান পাটওয়ারী। থানা অফিসার ইনচার্জ তার বক্তব্যে বলেন, বিগত রমজান মাসে আমরা ওপেন হাউজ ডের মাধ্যমে প্রাপ্ত তথ্য নিয়ে ভাল ভাবে কাজ করতে পেরেছি। তাই আমরা ওপেন হাউজ ডে তে জনগণের কথা সরাসরি শুনতে চাই এবং কমিউনিটি পুলিশিংকে আরো ভাল ভাবে ঢেলে সাজাতে চাই। ইতিমধ্যেই তা পুন:গঠনের প্রক্রিয়াধীন রয়েছে। আমরা প্রাথমিক ভাবে এটি প্রস্তুত করে আপনাদের সামনে উপস্থাপন করবো। যাতে কমিটিতে কোন অপরাধী বা মাদক সেবী বা ব্যবসায়ী অন্ত:ভুক্ত হতে না পারে। মাদক সেবী বা ব্যবসায়ীরাও আমাদের সমাজের লোক। তাদেরকে বুঝিয়ে এই পথ থেকে সরানো গেলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো।
ছবির ক্যাপসন
শুক্রবার বিকালে ফরিদগঞ্জ থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় বক্তব্য রাখছেন থানা অফিসার ইন চার্জ মো: আবদুর রকিব।
শিরোনাম:
ফরিদগঞ্জে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
Tag :
সর্বাধিক পঠিত