ভারতে লকডাউন শিথিলের এক দিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

  • আপডেট: ০৩:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
  • ৩০

অনলাইন ডেস্ক:

লকডাউন শিথিলের পরেই করোনায় ভারতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ১৯৫ জন মারা গেছে। এছাড়া একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনাও ঘটেছে গতকাল সোমবার। একদিনেই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। খবর : এনডিটিভি

এনডিটিভি’র খবরে আরও বলা হয়, করোনা ভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর একদিনে সর্বোচ্চ রেকর্ড হয়েছে ভারতে। করোনায় আক্রান্ত ১৯৫ জন রোগী গত ২৪ ঘন্টায় মারা গেছেন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৮ জনে। নতুন ৩ হাজার ৯০০ জনকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৬ হাজার ৪৩৩।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার সকালে জানানো হয়, এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ৮২ হাজার ৭৯২ জনের। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪৬ হাজার ৪৩৩। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন।

উল্লেখ্য, রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের বিধি-নিষেধ শিথিলের পাশাপাশি গ্রিন জোন এলাকার অনেক ব্যবসা-প্রতিষ্ঠান ও কল-কারখানা খুলে দেয়ার ঘোষণা দেয়। তবে বেশ কিছু নতুন শর্তজুড়ে দিয়ে এসব প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জে বাজার তদারকি অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ভারতে লকডাউন শিথিলের এক দিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আপডেট: ০৩:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০

অনলাইন ডেস্ক:

লকডাউন শিথিলের পরেই করোনায় ভারতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ১৯৫ জন মারা গেছে। এছাড়া একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনাও ঘটেছে গতকাল সোমবার। একদিনেই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। খবর : এনডিটিভি

এনডিটিভি’র খবরে আরও বলা হয়, করোনা ভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর একদিনে সর্বোচ্চ রেকর্ড হয়েছে ভারতে। করোনায় আক্রান্ত ১৯৫ জন রোগী গত ২৪ ঘন্টায় মারা গেছেন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৮ জনে। নতুন ৩ হাজার ৯০০ জনকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৬ হাজার ৪৩৩।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার সকালে জানানো হয়, এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ৮২ হাজার ৭৯২ জনের। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪৬ হাজার ৪৩৩। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন।

উল্লেখ্য, রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের বিধি-নিষেধ শিথিলের পাশাপাশি গ্রিন জোন এলাকার অনেক ব্যবসা-প্রতিষ্ঠান ও কল-কারখানা খুলে দেয়ার ঘোষণা দেয়। তবে বেশ কিছু নতুন শর্তজুড়ে দিয়ে এসব প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়।