চাঁদপুরে পুলিশের বাঁধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: ০৯:৫৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
  • ০ Views

চাঁদপুর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরেও পুলিশের বাঁধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় শহরের নতুন বাজার মুনিরা ভবন থেকে বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় উপস্থিত পুলিশ তাদের অন্যান্য সড়কে মিছিল নিয়ে যেতে বাধা দিলে তারা পাশবর্তীতে দলীয় কার্যালয়ে এসে অবস্থান নেন। পরে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক অ্যাড.সলিমুল্লাহ সেলিম,মাহবুব আনোয়ার বাবলু,মুনির চৌধুরী,ফেরদৌস আলম বাবু,শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,স্বেচ্ছা বেক দল সভাপতি জাহাঙ্গীর হোসেনমজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান,সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ,জেলা ছাত্রদল সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা বলেন,অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হলে তারা অশান্তিকর কর্মসূচী দিবে । এতে পুলিশসহ আইনশৃঙ্খালা বাহিনীর কোনো প্রকার ভয়ভীতি পরোয়ানা করেননা বলে দাবি করেন।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

চাঁদপুরে পুলিশের বাঁধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ০৯:৫৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

চাঁদপুর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরেও পুলিশের বাঁধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় শহরের নতুন বাজার মুনিরা ভবন থেকে বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় উপস্থিত পুলিশ তাদের অন্যান্য সড়কে মিছিল নিয়ে যেতে বাধা দিলে তারা পাশবর্তীতে দলীয় কার্যালয়ে এসে অবস্থান নেন। পরে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক অ্যাড.সলিমুল্লাহ সেলিম,মাহবুব আনোয়ার বাবলু,মুনির চৌধুরী,ফেরদৌস আলম বাবু,শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,স্বেচ্ছা বেক দল সভাপতি জাহাঙ্গীর হোসেনমজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান,সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ,জেলা ছাত্রদল সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা বলেন,অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হলে তারা অশান্তিকর কর্মসূচী দিবে । এতে পুলিশসহ আইনশৃঙ্খালা বাহিনীর কোনো প্রকার ভয়ভীতি পরোয়ানা করেননা বলে দাবি করেন।