নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৈত্রী শিশু উদ্যাণ ও হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২০খ্রি. সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ চৌধুরী পাড়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। বিদ্যালয়ের পরিচালক (অর্থ) রুহিদাস বণিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) কাজী মো. নুরুল আলম, পরিচালক (শিক্ষা) নিহার রঞ্জন হালদার, প্রধান শিক্ষক (হাই স্কুল শাখা) সৈয়দ আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, মৈত্রী শিশু উদ্যাণের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন, শিক্ষক আরিফুল ইসলাম ও কামরুল ইসলাম পলাশ, অভিভাবকদের পক্ষে মোজাম্মেল হক উজ্জ্বল। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, শিক্ষার্থী ইসফার ও গীতা পাঠ করেন শিক্ষার্থী সৃজন বণিক।
বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, মৈত্রী শিশু উদ্যাণের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শম্ভু সাহাসহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।