বাকিলায় চুরি নয়, মধ্যবিত্তদের জন্য প্যাকেট করে নেয়া হচ্ছিল “প্রধানমন্ত্রীর উপহার”

  • আপডেট: ০৩:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • ৩৩

হাজীগঞ্জ, ১৬ এপ্রিল, বৃহস্পতিবার:

চুরি নয়, হাজীগঞ্জের বাকিলায় মধ্যবিত্তদের জন্য প্যাকেট করে নেয়া হচ্ছিল ব্যক্তিগতভাবে ক্রয় করা চাল “প্রধানমন্ত্রীর উপহার”। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান বিরোধী স্থানীয় একটি গ্রুপ লোকজন জড়ো করে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুপ পাটওয়ারীর বিরুদ্ধে শ্লোগান দিতে থাক।

বুধবার রাত ১২টায় বাকিলা ইউনিয়নের শতাধীক মধ্যবিত্ত পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে ১০ কেজি চাউল, এক কেজি তেল, ৫ কেজি আলু, এক কেজি ছনা বুট ১০ টাকার বাজারের ব্যাগে প্যাকেট করে মধ্য বিত্তদের বাড়ীতে নেয়ার পথে কয়েকজন যুবক আটক করে পুলিশকে খবর দেয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন রাতে গিয়ে ওই চাউল জব্দ করে ।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে দেখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া নতুনেরকথাকে জানান, যেহেতু একটি অভিযোগ উঠেছে, আমি একটি তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটি তদন্তপূর্বক জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রতিবেদন দাখিল করবেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি ধর বলেন, কেউ চুরি করলে চাউলের বস্তা চুরি করবে। এভাবে চাউল ১০ কেজি করে চুরি করেনা। এটা চেয়ারম্যানের ব্যক্তিগত টাকায় ক্রয় করে মধ্যবিত্তবানদের জন্য অনুদান দিচ্ছে।

জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন বলেন, পাল্টা পাল্টি অভিযোগ শুনতেছি। তবে ১০ কেজি করে কেউ চুরি করেনা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটওয়ারী রাতের বেলা ১০ কেজি প্যাকেট চাউলের ভেতরে নিজস্ব অর্থায়নে এক কেজি তেল, ৫ কেজি আলু, এক কেজি ছনা বুট দিয়ে বিভিন্ন মধ্য বিত্তদের বাড়ীতে পৌঁছে দিচ্ছে। অনেকে লজ্জায় ত্রান চাইতে পারেনা ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে নিজ অর্থায়নে একা করছে। এতে তাকে সাধুবাদ জানানো উচিত।

ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ইউছুপ পাটওয়ারী বলেন, আমি যদি চোর হতাম তাহলে রাতে ছুটে আসতামনা। এগুলো ব্যক্তিগতভাবে চাউল মানুষকে দিচ্ছি। চাউলের সাথে ব্যক্তিগত পক্ষ থেকে এক কেজি তেল, ৫ কেজি আলু, এক কেজি ছনা বুট দিচ্ছি। এতে চুরির কি আছে। আমার কিছু প্রতিপক্ষ আমাকে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহ আমার পক্ষে রয়েছে।

তিনি বলেন, সকল ষড়যন্ত্রকারীরাই বিপলে যাবে। যদি আমি সঠিক থাকি।

Tag :
সর্বাধিক পঠিত

ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হাজীগঞ্জের মাহবুব আলম ২ দিনের রিমান্ডে

বাকিলায় চুরি নয়, মধ্যবিত্তদের জন্য প্যাকেট করে নেয়া হচ্ছিল “প্রধানমন্ত্রীর উপহার”

আপডেট: ০৩:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

হাজীগঞ্জ, ১৬ এপ্রিল, বৃহস্পতিবার:

চুরি নয়, হাজীগঞ্জের বাকিলায় মধ্যবিত্তদের জন্য প্যাকেট করে নেয়া হচ্ছিল ব্যক্তিগতভাবে ক্রয় করা চাল “প্রধানমন্ত্রীর উপহার”। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান বিরোধী স্থানীয় একটি গ্রুপ লোকজন জড়ো করে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুপ পাটওয়ারীর বিরুদ্ধে শ্লোগান দিতে থাক।

বুধবার রাত ১২টায় বাকিলা ইউনিয়নের শতাধীক মধ্যবিত্ত পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে ১০ কেজি চাউল, এক কেজি তেল, ৫ কেজি আলু, এক কেজি ছনা বুট ১০ টাকার বাজারের ব্যাগে প্যাকেট করে মধ্য বিত্তদের বাড়ীতে নেয়ার পথে কয়েকজন যুবক আটক করে পুলিশকে খবর দেয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন রাতে গিয়ে ওই চাউল জব্দ করে ।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে দেখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া নতুনেরকথাকে জানান, যেহেতু একটি অভিযোগ উঠেছে, আমি একটি তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটি তদন্তপূর্বক জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রতিবেদন দাখিল করবেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি ধর বলেন, কেউ চুরি করলে চাউলের বস্তা চুরি করবে। এভাবে চাউল ১০ কেজি করে চুরি করেনা। এটা চেয়ারম্যানের ব্যক্তিগত টাকায় ক্রয় করে মধ্যবিত্তবানদের জন্য অনুদান দিচ্ছে।

জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন বলেন, পাল্টা পাল্টি অভিযোগ শুনতেছি। তবে ১০ কেজি করে কেউ চুরি করেনা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটওয়ারী রাতের বেলা ১০ কেজি প্যাকেট চাউলের ভেতরে নিজস্ব অর্থায়নে এক কেজি তেল, ৫ কেজি আলু, এক কেজি ছনা বুট দিয়ে বিভিন্ন মধ্য বিত্তদের বাড়ীতে পৌঁছে দিচ্ছে। অনেকে লজ্জায় ত্রান চাইতে পারেনা ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে নিজ অর্থায়নে একা করছে। এতে তাকে সাধুবাদ জানানো উচিত।

ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ইউছুপ পাটওয়ারী বলেন, আমি যদি চোর হতাম তাহলে রাতে ছুটে আসতামনা। এগুলো ব্যক্তিগতভাবে চাউল মানুষকে দিচ্ছি। চাউলের সাথে ব্যক্তিগত পক্ষ থেকে এক কেজি তেল, ৫ কেজি আলু, এক কেজি ছনা বুট দিচ্ছি। এতে চুরির কি আছে। আমার কিছু প্রতিপক্ষ আমাকে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহ আমার পক্ষে রয়েছে।

তিনি বলেন, সকল ষড়যন্ত্রকারীরাই বিপলে যাবে। যদি আমি সঠিক থাকি।