• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ১২ এপ্রিল, ২০২০

হাজীগঞ্জে মানবসেবায় ছুটে চলছে এক ঝাঁক তরুণ সাংবাদিক

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জে মানবসেবায় ছুটে চলছে এক ঝাঁক তরুণ সাংবাদিক। তারা প্রতিদিনই ছুটে চলছে মানবসেবায়। করোনার কারণে যখন দেশব্যাপী লকডাউন চলছে, তখনই জীবনকে তুচ্ছ করে ২৪ ঘন্টায় সম্পূর্ণ ফ্রি হোমডেলিভারী সার্ভিস দিচ্ছে এ সাংবাদিকরা।

আজ রবিবার তাদের কার্যপ্রাণালী ছিল।

রবিবার আমরা ১১’শ কেজি পণ্য (৬১ হাজার ২’শ ০৬ টাকা) পৌঁছাতে পেরেছি। হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে ২৫০ পরিবারকে ত্রাণ দিবে এলাকাবাসী। আমরা সেই পণ্য সামগ্রী অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন স্যারের সহায়তায় একটি পিক-আপ ভ্যানে করে পৌঁছাতে সক্ষম হয়েছি।

আরো পড়ুন:চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৬

পণ্যগুলো হলো মশারীর ডাল ১২৫ কেজি, পেঁয়াজ ২৫০ কেজি, তৈল ১৬ টিন ২৫৬ কেজি, লবণ ২৫০ কেজি, আলু ২০৪ কেজি। মোট ৫৪ হাজার ১’শ ০৯ টাকার পণ্য। 

চেষ্টা করবো ওই গ্রামে ত্রাণের ২০ বস্তা চাউল পৌঁছানোর ব্যবস্থা করা। এছাড়া বাকিলার সন্না গ্রামে এক পরিবারের ৫ হাজার ৫’শ ২৭ টাকার পণ্য, মকিমাবাদ গ্রামে এক পরিবারের ১৫’শ ৬৬ টাকার পণ্য পৌঁছে দিয়েছি। করোনার এই ভয়ালযুদ্ধে- আপনার প্রয়োজনে আমরা। ঘরে থাকুন, পণ্য পৌঁছে দিবো।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!