ব্যবসায়ীদের বিজয়, সভাপতি পদে মানিক ৫৬৩/শফিক ৭৮

  • আপডেট: ০৪:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৩৮

গাজী মহিনউদ্দিন॥
এস এম মানিক। একজন সাধারণ মানুষ থেকে আজ অসাধারণে পরিণত। সাধারণ মানুষ তাকে বেশ ভালোবাসে, তার বিজয়ে গর্বিত হতে চায়।

এটা ছোট একটি বাজার ব্যবসায়ীদের নির্বাচনই নয়, এটা মূলত ব্যবসায়ীদের উন্নত মন-মানসিকতার ফলাফল। কারণ ব্যবসায়ীরা মূলত জানে কে তাদের প্রকৃত আপনজন।

এস এম মানিক দীর্ঘদিন ধরে রামপুর বাজার ব্যবসায়ীদের সুখে-দুখে ছিলেন। তাদের সমস্যা সম্ভাবনায় এগিয়ে গিয়েছেন। তিনি শুধু বাজার ব্যবসায়ীদের কল্যাণেই কাজ করেন না। ৪নং কালচোঁ ইউনিয়নের যে কোনো প্রান্তেই সমস্যা দেখা দেয় তিনি নিদ্ধিধায় ছুঁটে যান।

সদালাপী, মিষ্টভাষী মানিক মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। অহঙ্কার করেন না। এটা সাধারণ মানুষের ভাষ্য। সে কারণেই ৬৭১ ভোটের মধ্যে তিনিই পেয়েছেন ৫৬৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শফিকুল ইসলাম তালুকদার পেয়েছেন মাত্র ৭৮ ভোট।

এ ব্যাপারে রামপুর বাজার ব্যবসায়ীদের অভিমত, মানিক ভাই আমাদের অভিভাবক। সব সময় তার কাছে গিয়ে যে কোনো সমস্যায় আমরা নিরাশ হই না। তিনি সবার প্রয়োজনে ছুঁটে যান।

এক প্রতিক্রিয়ায় এস এম মানিক জানান, এটা রামপুর বাজার ব্যবসায়ীদের আমার প্রতি ভালোবাসার দৃষ্টান্ত। রামপুর বাজাররের ব্যবসায়ীরা আমাকে ভালোবাসেন বলেই নির্বাচনে এর প্রতিফলন ঘটিয়েছেন। তিনি আগামীতে রামপুর বাজারের উন্নয়নে কাজ করবেন বলেন আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ব্যবসায়ীদের বিজয়, সভাপতি পদে মানিক ৫৬৩/শফিক ৭৮

আপডেট: ০৪:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০

গাজী মহিনউদ্দিন॥
এস এম মানিক। একজন সাধারণ মানুষ থেকে আজ অসাধারণে পরিণত। সাধারণ মানুষ তাকে বেশ ভালোবাসে, তার বিজয়ে গর্বিত হতে চায়।

এটা ছোট একটি বাজার ব্যবসায়ীদের নির্বাচনই নয়, এটা মূলত ব্যবসায়ীদের উন্নত মন-মানসিকতার ফলাফল। কারণ ব্যবসায়ীরা মূলত জানে কে তাদের প্রকৃত আপনজন।

এস এম মানিক দীর্ঘদিন ধরে রামপুর বাজার ব্যবসায়ীদের সুখে-দুখে ছিলেন। তাদের সমস্যা সম্ভাবনায় এগিয়ে গিয়েছেন। তিনি শুধু বাজার ব্যবসায়ীদের কল্যাণেই কাজ করেন না। ৪নং কালচোঁ ইউনিয়নের যে কোনো প্রান্তেই সমস্যা দেখা দেয় তিনি নিদ্ধিধায় ছুঁটে যান।

সদালাপী, মিষ্টভাষী মানিক মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। অহঙ্কার করেন না। এটা সাধারণ মানুষের ভাষ্য। সে কারণেই ৬৭১ ভোটের মধ্যে তিনিই পেয়েছেন ৫৬৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শফিকুল ইসলাম তালুকদার পেয়েছেন মাত্র ৭৮ ভোট।

এ ব্যাপারে রামপুর বাজার ব্যবসায়ীদের অভিমত, মানিক ভাই আমাদের অভিভাবক। সব সময় তার কাছে গিয়ে যে কোনো সমস্যায় আমরা নিরাশ হই না। তিনি সবার প্রয়োজনে ছুঁটে যান।

এক প্রতিক্রিয়ায় এস এম মানিক জানান, এটা রামপুর বাজার ব্যবসায়ীদের আমার প্রতি ভালোবাসার দৃষ্টান্ত। রামপুর বাজাররের ব্যবসায়ীরা আমাকে ভালোবাসেন বলেই নির্বাচনে এর প্রতিফলন ঘটিয়েছেন। তিনি আগামীতে রামপুর বাজারের উন্নয়নে কাজ করবেন বলেন আশাবাদ ব্যক্ত করেন।