• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০১৯

হাজীগঞ্জে বুলবুলের তান্ডব

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জ, ১১ নভেম্বর:
চাঁদপুরের হাজীগঞ্জে বুলবুলের তান্ডবে হাজীগঞ্জ পৌরসভাধীন কংগাইশ আটিয়া বাড়ীর ঈসমাইলের বসত ঘর ও নাসিরকোর্টের শাহাজানের বসতঘর বিধস্ত হয়। মেঘনা নদীর শাখা ডাকাতিয়া নদীতে প্রায় ৪ ফুটের মত পানি বৃদ্ধি পায়। যার ফলে উপজেলার রবি মৌসমের ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়। ফসলের মধ্যে লাউ, কুমড়া, টমেটো, ফুল কপি, বাঁধা কপি অন্যতম। নি¤œাঞ্চলের ফসল হওয়ায় হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ বুলবুলের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের ফসলি ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। এতে করে প্রান্তিক কৃষকদের কোটি টাকার ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায় । তাছাড়া ইরি-বোর ফসলের বীজ তলায় পানির নিচে তলিয়ে যায়।
এদিকে চাঁদপুর পল্লি বিদুৎ সমিতি ০১ এর ডিজি এম টেকনিক্যাল জানান, চাঁদপুর পল্লি বিদুৎ সমিতি ০১ এর ২১৫ টি স্থানে তার ছিড়ে যায়, ১৫টি খুঁটি ও ৪১ টি মিটার ভেঙ্গে যায় এবং ৭ টি ট্রান্সপরমার ক্ষতিগ্রস্থ হয়। সমিতির লোাকজন বুলবুল বন্ধ হওয়ার পর থেকে রাত্রে ও দিনে কাজ চালিয়ে বর্তমানে প্রায় ৯৫% কাজ সম্পন্ন করেছে বলে জানান। বাকি কাজ আগামি দিন সকাল ১০ টার মধ্যে সম্পন্ন হবে বলে জানান।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!