ক্রীড়া ডেস্ক:
জশপ্রিত বুমরাহর জাদুকরী বোলিংয়ে চারদিনেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারত জিতেছে ৩১৮ রানের ব্যবধানে। দেশের বাইরে রানের হিসাবে এটিই তাদের সবচেয়ে বড় জয়।
দারুণ এই জয়ের পথে নিজের ১১তম টেস্টে বুমরাহ এশিয়ার প্রথম বোলার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজের মাটিতে ৫ উইকেট নিলেন।
ভারত প্রথম ইনিংসে ২৯৭ রান করার পর ওয়েস্ট ইন্ডিজ করে ২২২। অজিঙ্কা রাহানের ১০২ রানের কল্যাণে দ্বিতীয় ইনিংসে আরও বড় স্কোর গড়ে টিম ইন্ডিয়া, ৩৪৩। মোট ৪১৮ রানের লিড হজম করে ১০০ রানে গুটিয়ে যায় ব্রাভোরা।
জয়টি শুধু ভারতকে সিরিজে ১-০ ব্যবধানের লিড এনে দেয়নি, তাদের প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৬০টি পয়েন্টও দিয়েছে।
বুমরাহ প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ৭ রান দিয়ে ৫ জনকে ফেরান। এর মধ্যে চারজনকেই করেছেন বোল্ড। সবার অফস্ট্যাম্প ফেলেছেন ব্যতিক্রমী এই পেসার।
ইশান্ত ৩১ রানে নেন তিনটি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। সামি দুই ইনিংসে নেন ৪ উইকেট।
এদিন দুই ওপেনারকে ফেরানোর পর ড্যারেন ব্রাভোকেও বিদায় করেন বুমরাহ। পরে শেই হোপ ও হোল্ডারকে বোল্ড করে ক্যারিয়ারে চতুর্থবারের মতো নেন পাঁচ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ এক সময় ৫০ রানে হারিয়ে ফেলে ৯ উইকেট। কেমার রোচ ও মিগুয়েল কামিন্সের ৫০ রানের জুটিতে তিন অঙ্ক স্পর্শ করে স্বাগতিকেরা।
শুরুতে শামার ব্রুকস ও শিমরন হেটমায়ারকে ফেরানো ইশান্ত রোচকে বিদায় করে ভাঙেন দশম উইকেট জুটির প্রতিরোধ। ৫ ছক্কা ও ১ চারে ৩৮ রান করেন রোচ। মিগুয়েল অপরাজিত থাকেন ১৯ রানে। এই দুই জন ছাড়া দুই অঙ্কে যান কেবল চেইস।