ষ্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক কেন্দ্রিক স্বাস্থ্যসেবা মডেল এর উদ্বোধনী অনুষ্ঠান ইউনিয়নের দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ১১টায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন। এসময় তিনি বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ক্লিনিকটিও মডেলের পর্যায়ে আমরা এনেছি। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেছেন, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার কারণে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে। এটি দেশের জন্য, দেশের মানুষের জন্য বিরাট অর্জন। মানুষকে ক্লিনিকমূখী করতে হতে হবে। তার জন্য যা করা লাগে যতটুকু সম্ভব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করা হবে। উক্ত ক্লিনিকটিকে মডেল ক্লিনিক ঘোষনা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন ও উপজেলা স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।
স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনির হোসেন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, সহ-সভাপতি ইউপি সদস্য পারুল আক্তার, সদস্য সচিব মোঃ শাহাজান মিয়া, মোঃ কামাল হাজী, হোসেনপুর সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ নাসির উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম পাঠান, বিশিষ্ট সমাজসেবক মোঃ তালিম হোসেন পাঠান, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিনিধি সাংবাদিক মিজান পাটওয়ারী। এসময় এসএসিএমও মমতাজ সুলতানা, স্বাস্থ্য পরিদর্শক দিলীপ কুমার লোধ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক চন্দনা রানী দাশ, পরিবার পরিকল্পনা পরিদর্শক এইচএম জাকির হোসেন, পরিবার পরিকল্পনা সহকারী খোদেজা বেগম, সমাজসেবক ফারুক হাজী, সুমন বেপারী, শরীফ হোসেন, সোহাগ হাজী, সিএইচসিপি তাহমিনা আক্তারসহ এলকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম দেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উক্ত ক্লিনিককে চাঁদপুর সদর উপজেলার ৪৪টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে এই ক্লিনিকটিকে মডেল ক্লিনিক হিসেবে ঘোষনা করেন।
জানা যায়, দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ গ্রামীণ মানুষের জীবনে স্বস্তি ফিরে এসেছে। প্রথমদিকে সচেতনতার অভাবে কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহিতাদের ভিড় না থাকলেও এখন ক্লিনিকগুলোতে রোগীর ভিড় ক্রমশ বাড়ছে। আর এ সকল ক্লিনিকের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হচ্ছে। ইতিমধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের অধিক সেবা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সরকারের পাশাপাশি এই ক্লিনিকটি জনসাধারণ দেখা শুনার দায়িত্ব গ্রহণ করে চালাচ্ছে এর স্বাস্থ্য সেবা। কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তাহমিনা আক্তার বলেন, এখানে সার্বিক প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব প্রতিষেধক টিকাদান, প্রসব এবং প্রসব পরবর্তী নবজাতকের সেবা দেয়া হয়। তা ছাড়া অন্যান্য রোগের জন্য সব সময় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিনামুল্যে ঔষধ দেওয়া হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার দাসেরগাঁও গ্রামে অবস্থিত ক্লিনিকটি পিচ ঢালা রাস্তার পাশে সবুজ গাছগাছালির ছায়ায় দাঁড়িয়ে আছে। পরিবেশ আর পারিপার্শিক অবস্থা খুবই ভাল। স্বাস্থ্য সেবায় সব সময় প্রস্তুত সিএইচসিপি। সাধারন মানুষ আসলেই সাথে সাথে দেওয়া হয় স্বাস্থ্য সেবা। যে কারণে প্রতিনিয়ত রোগীর ভিড় লেগেই থাকে। ক্লিনিকের পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন খোকা পাটয়ারী বলেন, এখানে ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে বিতরণের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেয়া হয়। বাড়ির কাছের মানসম্মত স্বাস্থ্যসেবার কারণে বড় ধরনের অসুখ ছাড়া উপজেলা ও জেলা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া কমিয়ে দিয়েছে এ গ্রামের মানুষেরা।