চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলের অর্থ ও কারাদন্ড

  • আপডেট: ১১:১৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • ৩৫

চাঁদপুর, ১৭ অক্টোবর, বৃহস্পতিবার॥

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ নিরাপদ প্রজননের লক্ষ্যে চাঁদপুর নৌ-পুলিশ সদর উপজেলার রাজরাজেস্বর বাঁশগারি এলাকায় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৬জনকে ১ বছর করে কারাদন্ড এবং ৩জনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর নৌথানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসাইন আদালত পরিচালনা করেন।

কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন-আব্দুল খালেক মোল্লা (৪৬), মো. শরীফ (১৭), মো. হারুন (২৫), জাকির মিজি (৪৪), শাহাবুদ্দিন (৩৫), মুজিবুর রহমান (৪০)। বয়স কম হওয়ায় ৩জনকে অর্থদন্ড প্রদান করা হয়, তারা হলেন-আসিফ (১৩), নয়ন (১২) ও উদয় ইসলাম (১৪)।

চাঁদপুর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের খান বলেন, অভিযানের সময় জেলেদের কাছ থেকে ২টি মাছ ধরার নৌকা, ১৮০ কেজি মা ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। নৌকা পুলিশের হেফাজতে, জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে এবং মা ইলিশ জেলা প্রশাসনের নির্ধারিত কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত জেলেদেরকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলের অর্থ ও কারাদন্ড

আপডেট: ১১:১৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯

চাঁদপুর, ১৭ অক্টোবর, বৃহস্পতিবার॥

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ নিরাপদ প্রজননের লক্ষ্যে চাঁদপুর নৌ-পুলিশ সদর উপজেলার রাজরাজেস্বর বাঁশগারি এলাকায় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৬জনকে ১ বছর করে কারাদন্ড এবং ৩জনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর নৌথানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসাইন আদালত পরিচালনা করেন।

কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন-আব্দুল খালেক মোল্লা (৪৬), মো. শরীফ (১৭), মো. হারুন (২৫), জাকির মিজি (৪৪), শাহাবুদ্দিন (৩৫), মুজিবুর রহমান (৪০)। বয়স কম হওয়ায় ৩জনকে অর্থদন্ড প্রদান করা হয়, তারা হলেন-আসিফ (১৩), নয়ন (১২) ও উদয় ইসলাম (১৪)।

চাঁদপুর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের খান বলেন, অভিযানের সময় জেলেদের কাছ থেকে ২টি মাছ ধরার নৌকা, ১৮০ কেজি মা ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। নৌকা পুলিশের হেফাজতে, জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে এবং মা ইলিশ জেলা প্রশাসনের নির্ধারিত কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত জেলেদেরকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়