মাইলফলক ‘৭০০’র সামনে রোনালদো

  • আপডেট: ০৩:৪৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • ২৮

notunerkotha.com

বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড গড়ায় তার জুড়ি নেই। এবার নতুন এক কীর্তির সামনে দাঁড়িয়ে পর্তুগিজ উইঙ্গার। লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচে ১ গোল করলেই ক্যারিয়ারের ৭০০তম গোলের দেখা পেয়ে যাবেন তিনি।

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৯৭২ ম্যাচে রোনালদোর মোট গোল ৬৯৯টি। এর মধ্যে ১২টি প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৭টি ম্যাচেই গোল করেছেন তিনি। প্রতি ১১২ মিনিটে একটি করে গোল পেয়েছেন তিনি। স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচে তার গোলসংখ্যা ৩১টি, ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচে ১১৮, রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ এবং জুভেন্টাসের হয়ে ৩২টি গোল করেছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর প্রিয় প্রতিপক্ষ সুইডেন, লাটভিয়া, অ্যান্ডোরা এবং আর্মেনিয়া। এই দলগুলোর প্রতিটির বিপক্ষে ৫টি করে গোল আছে তার। আর ক্লাবের ক্ষেত্রে এগিয়ে সেভিয়া (২৭), অ্যাতলেতিকো মাদ্রিদ (২৫), গেতাফে (২৩), সেল্টা ভিগো (২০) এবং বার্সেলোনা (১৮)।

Tag :
সর্বাধিক পঠিত

‘ম্যানেজ করে’ এক সাথে দুই স্বামীর সংসার করছিলেন জান্নাতুল!

মাইলফলক ‘৭০০’র সামনে রোনালদো

আপডেট: ০৩:৪৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯

notunerkotha.com

বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড গড়ায় তার জুড়ি নেই। এবার নতুন এক কীর্তির সামনে দাঁড়িয়ে পর্তুগিজ উইঙ্গার। লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচে ১ গোল করলেই ক্যারিয়ারের ৭০০তম গোলের দেখা পেয়ে যাবেন তিনি।

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৯৭২ ম্যাচে রোনালদোর মোট গোল ৬৯৯টি। এর মধ্যে ১২টি প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৭টি ম্যাচেই গোল করেছেন তিনি। প্রতি ১১২ মিনিটে একটি করে গোল পেয়েছেন তিনি। স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচে তার গোলসংখ্যা ৩১টি, ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচে ১১৮, রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ এবং জুভেন্টাসের হয়ে ৩২টি গোল করেছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর প্রিয় প্রতিপক্ষ সুইডেন, লাটভিয়া, অ্যান্ডোরা এবং আর্মেনিয়া। এই দলগুলোর প্রতিটির বিপক্ষে ৫টি করে গোল আছে তার। আর ক্লাবের ক্ষেত্রে এগিয়ে সেভিয়া (২৭), অ্যাতলেতিকো মাদ্রিদ (২৫), গেতাফে (২৩), সেল্টা ভিগো (২০) এবং বার্সেলোনা (১৮)।