নিজস্ব প্রতিনিধি:
মানবতার সন্ধান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে চাঁদপুর বড়স্টেশন মোলহেডে প্রায় দেড় শতাধিক অসহায় ও পথ শিশুদের মাঝে সংগঠনের নেতৃবৃন্দরা খাবার তুলে দেন। যেসব পরিবারে নুন আনতে পান্তা ফুরায় সেসব পরিবারের সন্তানেরা পছন্দের খাবারতো দুরে থাক, তিন বেলা পেট ভরে খেতে পারেনা। তারা আজ বিরিয়ানি পেয়ে পেট ভরে খেতে পেরে খুব খুশি।
খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শরীফুল ইসলাম, মানবতার সন্ধান ফাউন্ডেশনের সভাপতি মো. নাজমুল হাসান নাদিম, সহ-সভাপতি মো. নেছার আহমেদ শেখ, মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক কাউছার আলম, সহ-সাধারণ সম্পাদক জান্নান রহমান সোহা, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক আলআমিন শাওন, সাংগঠনিক সম্পাদক যুবায়ের হাসান, কার্যনির্বাহী সম্পাদক আব্দুল মমিন আল ফারাবী, সদস্য মো. হাসান শেখ সজিব, মো. সুমন বিল্লাহ, মো. ফারুক খান, মো. রনি শেখ, রাসেল জমাদার, মো. রবিন, আবু নাঈম, কামরুল হাসান, মো. আলআমিন, অনিক প্রধানিয়া, সংগঠনের অন্যান্যারা।