ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

  • আপডেট: ০৯:২৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
  • ৪৪

নতুনেরকথা অনলাইন :

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত সদস্যরা হলো—টঙ্গীর আরিচপুর এলাকার নান্নু ওরফে টেংরা নান্নু (২৯) ও মো. বাবু ওরফে ব্লেড বাবু (২৮)। বন্দুকযুদ্ধে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, কয়েক রাউন্ড গুলি, দুটি ছুরি, সাতটি মোবাইল ফোনসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ১-এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বুধবার রাতে টঙ্গী ব্রিজের নিচে কয়েকজন ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলে দুই সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

Tag :
সর্বাধিক পঠিত

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

গাজীপুরের টঙ্গীতে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

আপডেট: ০৯:২৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯

নতুনেরকথা অনলাইন :

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত সদস্যরা হলো—টঙ্গীর আরিচপুর এলাকার নান্নু ওরফে টেংরা নান্নু (২৯) ও মো. বাবু ওরফে ব্লেড বাবু (২৮)। বন্দুকযুদ্ধে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, কয়েক রাউন্ড গুলি, দুটি ছুরি, সাতটি মোবাইল ফোনসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ১-এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বুধবার রাতে টঙ্গী ব্রিজের নিচে কয়েকজন ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলে দুই সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।