বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চাঁদপুর পৌরসভা ও চাঁদপুর সদর উপজেলা

  • আপডেট: ০৫:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২৩

স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭ বালক ও বালিকা) এর সেমি ফাইনাল খেলায় চাঁদপুর সদর ও চাঁদপুর পৌরসভা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম মাঠে এই খেলাগুলো সম্পন্ন হয়। খেলাগুলোতে চাঁদপুর পৌরসভা বালক দল, হাজীগঞ্জ উপজলা বালক দলকে ২-০ গোলে পরাজিত করে। চাঁদপুর পৌরসভা বালক দল ফাইনাল খেলায় উন্নীত হয়েছে। অপরদিকে পৌর বালিকা দল হাইমচর বালিকা দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করেছে।

বিকেলে চাঁদপুর সদর উপজেলা বালিকা দল কচুয়া উপজেলা বালিকা দলকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল খেলায় উন্নীত হয়েছে। দিনের শেষ সেমি ফাইনালটি অনুষ্ঠিত হয় চাঁদপুর সদর উপজেলা বালক দল ও ফরিদগঞ্জ উপজেলা বালক দলের মধ্যে। খেলার নির্ধারিত সময় গোল শূন্য ভাবে শেষ হলে ট্রাইবেকারে চাঁদপুর সদর উপজেলা অনুর্ধ্ব-১৭ বালক দল ফরিদগঞ্জ উপজেলা বালক দলকে ৪-১ গোলে পরাজিত করে ফাইনাল খেলায় উন্নীত হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার বালিকা দলের খেলোয়াড়রা হলো রুবি, বৃষ্টি, মিলি, মাপিয়া, ইতি, মুনিয়া, মীম, আলিফা, পিংকি, আফরোজা, আনিকা। চাঁদপুর সদর উপজেলা বালক দলের খেলোয়াড়রা হলো মাহী, রাকিব, সাইফল, সাকিব, সিয়াম, নয়ন, রাকিব খান হোসেল, সামী, শাহিন, সোলাইমান,রাব্বি। ফরিদগঞ্জ উপজেলা বালক দলের খেলোয়াড়রা হলো হৃদয় দাস, অজয় সাহা, মাহমুদুল, হারুন, তারিকুল, ইয়াসিন, ইব্রাহিম গাজী, স্বপন দাস, ইমন, ফয়সাল, আল-আমিন।

দিনের ৪টি খেলা পরিচালনা করেন রেফারি ওয়াহিদুজ্জামান লাবু, মাসুদুর রহমান, সহকারি রানা গাজী, মাসুম বেপারী ও নূরে আলম নয়ন। খেলায় ধারাবাষ্যকতায় ছিলেন রাসেল হাসান ও বাঁধন শীল। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা আফরিন, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ফুটবল উপকমিটির সাধারণ সম্পাদক সাহির হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নবী নোমান, চাঁদপুর সদর উপজেলা দলের কোচ সোহেল রানাসহ উভয় দলের কর্মকর্তা ও সমর্থকরা।

Tag :
সর্বাধিক পঠিত

‘ম্যানেজ করে’ এক সাথে দুই স্বামীর সংসার করছিলেন জান্নাতুল!

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চাঁদপুর পৌরসভা ও চাঁদপুর সদর উপজেলা

আপডেট: ০৫:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯

স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭ বালক ও বালিকা) এর সেমি ফাইনাল খেলায় চাঁদপুর সদর ও চাঁদপুর পৌরসভা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম মাঠে এই খেলাগুলো সম্পন্ন হয়। খেলাগুলোতে চাঁদপুর পৌরসভা বালক দল, হাজীগঞ্জ উপজলা বালক দলকে ২-০ গোলে পরাজিত করে। চাঁদপুর পৌরসভা বালক দল ফাইনাল খেলায় উন্নীত হয়েছে। অপরদিকে পৌর বালিকা দল হাইমচর বালিকা দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করেছে।

বিকেলে চাঁদপুর সদর উপজেলা বালিকা দল কচুয়া উপজেলা বালিকা দলকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল খেলায় উন্নীত হয়েছে। দিনের শেষ সেমি ফাইনালটি অনুষ্ঠিত হয় চাঁদপুর সদর উপজেলা বালক দল ও ফরিদগঞ্জ উপজেলা বালক দলের মধ্যে। খেলার নির্ধারিত সময় গোল শূন্য ভাবে শেষ হলে ট্রাইবেকারে চাঁদপুর সদর উপজেলা অনুর্ধ্ব-১৭ বালক দল ফরিদগঞ্জ উপজেলা বালক দলকে ৪-১ গোলে পরাজিত করে ফাইনাল খেলায় উন্নীত হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার বালিকা দলের খেলোয়াড়রা হলো রুবি, বৃষ্টি, মিলি, মাপিয়া, ইতি, মুনিয়া, মীম, আলিফা, পিংকি, আফরোজা, আনিকা। চাঁদপুর সদর উপজেলা বালক দলের খেলোয়াড়রা হলো মাহী, রাকিব, সাইফল, সাকিব, সিয়াম, নয়ন, রাকিব খান হোসেল, সামী, শাহিন, সোলাইমান,রাব্বি। ফরিদগঞ্জ উপজেলা বালক দলের খেলোয়াড়রা হলো হৃদয় দাস, অজয় সাহা, মাহমুদুল, হারুন, তারিকুল, ইয়াসিন, ইব্রাহিম গাজী, স্বপন দাস, ইমন, ফয়সাল, আল-আমিন।

দিনের ৪টি খেলা পরিচালনা করেন রেফারি ওয়াহিদুজ্জামান লাবু, মাসুদুর রহমান, সহকারি রানা গাজী, মাসুম বেপারী ও নূরে আলম নয়ন। খেলায় ধারাবাষ্যকতায় ছিলেন রাসেল হাসান ও বাঁধন শীল। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা আফরিন, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ফুটবল উপকমিটির সাধারণ সম্পাদক সাহির হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নবী নোমান, চাঁদপুর সদর উপজেলা দলের কোচ সোহেল রানাসহ উভয় দলের কর্মকর্তা ও সমর্থকরা।