স্টাফ রিপোর্টার॥
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)কে চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আবদুর রহমানের নেতৃত্বে পুলিশ সুপারের অফিস কক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের অন্যতম উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, অন্যতম উপদেষ্ঠা প্রকৌশলী দেলোয়ার হোসেন, দৈনিক একাত্তুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউর রহমান বেলাল, সংগঠনের যুগ্ম সম্পাদক ও দৈনিক অলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মতলবের আলো পত্রিকার প্রধান সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।