চাঁদপুরে কলেজ ছাত্রীকে অপহরণকালে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট: ০১:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬

অনলাইন ডেস্ক:

কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টাকালে দুই যুবককে হাতে নাতে ধরে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে অন্য শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই যুবক হচ্ছে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ জলিলের ছেলে মোঃ নাছির (২০) ও একই এলাকার আঃ বারেকের ছেলে মোঃ রাকিব (২০)। তাদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশে সোপর্দের পাশাপাশি কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান আইনী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে অফিসার ইনচার্জকে লিখিতভাবে ঘটনা অবহিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আজ দুপুরে প্রাক নির্বাচনী পরীক্ষা শেষে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী কলেজ থেকে বের হওয়ার সময় দুই বখাটে তাকে টেনে-হিচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিলে কলেজের শিক্ষার্থীরা এগিয়ে এসে বখাটেদের প্রতিরোধ করে। এসময় তাদের মারধর করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে।

ফরক্কাবাদ কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অপহরণের বিষয়টি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমাকে তাৎক্ষনিক ভাবে অবহিত করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরে কলেজ ছাত্রীকে অপহরণকালে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট: ০১:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টাকালে দুই যুবককে হাতে নাতে ধরে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে অন্য শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই যুবক হচ্ছে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ জলিলের ছেলে মোঃ নাছির (২০) ও একই এলাকার আঃ বারেকের ছেলে মোঃ রাকিব (২০)। তাদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশে সোপর্দের পাশাপাশি কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান আইনী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে অফিসার ইনচার্জকে লিখিতভাবে ঘটনা অবহিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আজ দুপুরে প্রাক নির্বাচনী পরীক্ষা শেষে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী কলেজ থেকে বের হওয়ার সময় দুই বখাটে তাকে টেনে-হিচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিলে কলেজের শিক্ষার্থীরা এগিয়ে এসে বখাটেদের প্রতিরোধ করে। এসময় তাদের মারধর করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে।

ফরক্কাবাদ কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অপহরণের বিষয়টি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমাকে তাৎক্ষনিক ভাবে অবহিত করা হয়েছে।