হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট: ০২:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • ৬২

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার রোটারী ক্লাব অব হাজীগঞ্জে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শাহরাস্তি খেড়িহর মাদরাসা প্রধান মুফতি মো. আব্দুল মানান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু নৈতিকতার দিক থেকে দেশ পিছিয়ে যাচ্ছে। দেশে লাগামহীন দূর্ণীতি, ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, খাদ্যে ভেজালসহ অপরাধমূলক কার্যক্রম বেড়েই চলছে। কৃষক তার উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পাচ্ছেনা। অপর দিকে এক শ্রেণির মানুষের হাতে দেশের সিংহভাগ অর্থ চলে যাচ্ছে।

তিনি বলেন, এসব অপরাধমুলক কার্যক্রম থেকে আমাদের মুক্তি পেতে হবে। তার জন্য নৈতিক চরিত্রবাণ জাতী গঠন করতে হবে। শিক্ষা অর্জনে শুধু পুথিগত বিদ্যা নয়, নৈতিক ও চারিত্রিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। ইসলামী মূল্যবোধ প্রতি গুরুত্ব দিয়ে কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে হবে। এ জন্য যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বশীল হতে হবে।


ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এবং ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী মাওলানা মো. নুর উদ্দিন, হোটেল রেস্তরা শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারী মো. কামাল গাজী প্রমুখ।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান পাটওয়ারী, দপ্তর সমব্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সহ-সভাপতি হাফেজ শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মুহাম্মদ মাছুম বিল্লাহ।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আসা দায়িত্বশীল নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

ভাবিকে বিয়ে করতে প্রবাস ফেরত বড় ভাইকে নির্মমভাবে খুন

হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট: ০২:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার রোটারী ক্লাব অব হাজীগঞ্জে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শাহরাস্তি খেড়িহর মাদরাসা প্রধান মুফতি মো. আব্দুল মানান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু নৈতিকতার দিক থেকে দেশ পিছিয়ে যাচ্ছে। দেশে লাগামহীন দূর্ণীতি, ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, খাদ্যে ভেজালসহ অপরাধমূলক কার্যক্রম বেড়েই চলছে। কৃষক তার উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পাচ্ছেনা। অপর দিকে এক শ্রেণির মানুষের হাতে দেশের সিংহভাগ অর্থ চলে যাচ্ছে।

তিনি বলেন, এসব অপরাধমুলক কার্যক্রম থেকে আমাদের মুক্তি পেতে হবে। তার জন্য নৈতিক চরিত্রবাণ জাতী গঠন করতে হবে। শিক্ষা অর্জনে শুধু পুথিগত বিদ্যা নয়, নৈতিক ও চারিত্রিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। ইসলামী মূল্যবোধ প্রতি গুরুত্ব দিয়ে কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে হবে। এ জন্য যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বশীল হতে হবে।


ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এবং ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী মাওলানা মো. নুর উদ্দিন, হোটেল রেস্তরা শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারী মো. কামাল গাজী প্রমুখ।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান পাটওয়ারী, দপ্তর সমব্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সহ-সভাপতি হাফেজ শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মুহাম্মদ মাছুম বিল্লাহ।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আসা দায়িত্বশীল নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।