নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ- উয়ারুকের রেলওয়ে কিলোমিটার নং ১২৫৫/১৫৬ এর মাঝ খানে এনাতপুর নামক স্থানে পাথর বোঝাই ট্রেনের নীচে কাটা পড়া নারীর লাশ ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থা চাঁদপুর দাফন করার প্রস্তুতি কালে ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় নারীর পরিচয় মিলেছে বলে রেলওয়ে থানার ইনচার্জ মো: সারোয়ার আলম জানিয়েছেন। যার ফলে তার লাশ চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা বন্ধ রেখে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। ওই নারীর নাম খুকি বেগম (৪৪),তার স্বামীর নাম মো: শাহজাহান পাটওয়ারী। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলার মাতৈন। নারীর ৩টি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ১৮ বছর, ২টি ছেলে ছোট। সে মস্তিস্ক বিকৃত বলে তার পরিবার জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় নারীর লাশ তার স্বামী মো. শাহজাহান পাটওয়ারী ও ভাই মো. সোলেমানের কাছে লিখিতভাবে বুঝিয়ে দিয়েছেন বলে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার আলম জানান।
ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যার পূর্বে শাহরাস্তি উপজেলার মেহারগামী রেললাইনে নিয়োজিত ট্যাংকার নামক ট্রেনের নিচে পড়ে। ঘটনার পরই চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক সোহাগ মিয়াজী সঙ্গীয় ফোর্সসহ ঐ নারীর মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। অপমৃত্যু মামলা নং-৪, তারিখ ১১-৯-০১৯।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার আলম জানান, ওই নারী পাথর বোঝাই ট্রেনের সামনে লাফা-লাফি করছিল। হুইশাল দেওয়া হলেও সে সরে নাই এতে এক অজ্ঞাত ওই মহিলা পর্যায়ে ট্রেনের নীচে পড়ে কাটা যায়, বলে ট্যাংকারের চালক তাকে জানিয়েছে। বুধবার ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
হাজীগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মারুফ হোসেন জানান, হাজীগঞ্জ এলাকায় রেলওয়ের কাজে নিয়োজিত ট্রেন কাজ করছিল। এ সময় ওই নারী পাথর বোঝাই গ্যাংকারের নিচে পড়ে কাটা যায়। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরে রেলওয়ে পুলিশ নারীর লাশ উদ্ধার করে চাঁদপুর নিয়ে যায়।