ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ দু’ উপজেলার সীমান্তবর্তী এলাকা রঘুনাথপুর বাজার গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর পাক হানাদার বাহিনীর হাতে রঘুনাথপুর বাজারে প্রায় অর্ধ শতাধিক নিরীহ বাঙ্গালী ও মুক্তিযোদ্ধাদের বর্বরোচিত গুলি করে হত্যা করা হয়।
দিনটিকে স্মরনীয় করে রাখতে প্রতি বছর কচুয়ার রঘুনাথপুর বাজার মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের আয়োজনে বিদসটি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার বাদ আসর রঘুনাথপুর বাজারে জামে মসজিদে নিহত শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া , মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্মতি চারন মূলক বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মুহাম্মদ বিল্লাল হোসেন, রঘুনাথপুর বাজার মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সভাপতি, মুক্তিযুদ্ধা সর্দার মো. আবুল বাসার, কাদলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মো. মফিজুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নুসহ আরো অনেকে। এসময় অন্যান্য মুক্তিযুদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন,রঘুনাথপুর বাজার জামে মসজিদের ঈমাম ক্বারী মো. আরব আলী।
শিরোনাম:
কচুয়ার রঘুনাথপুর বাজার গণহত্যা দিবস পালিত
Tag :
সর্বাধিক পঠিত