চাঁদপুর (০৫ সেপ্টেম্বর)
চাঁদপুর পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও শহরের উত্তর গুনরাজদী নিবাসী মরহুম হালীম গাজীর দ্বিতীয় ছেলে মোফাজ্জল হোসন গাজী (৬০) ষোলঘর হানি সিদ্দিক মেমোরিয়া হালসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ কন্যা, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের পৈত্রিক নিবাস উত্তর গুনরাজদী হলেও তিনি শহরের পালপাড়ায় নিজ বাসায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, মোফাজ্জল গাজী প্রায় ১ মাস লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে শেষ সময়ে ষোলঘর হানি সিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে আইসিওতে ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহার শহরের নিউ ট্রাক রোডস্থ দারুস্সালাম মসজিদ সম্মুখে অনুষ্ঠিত হবে। পরে উত্তর গুনরাজদী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নামাজে জানাজায় মরহুমের সকল আত্মীয় স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লীদেরকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ছেলে আল-আমিন গাজী।