স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর নবগঠিত কমিটির সাথে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও কিশোর গ্যাং অপরাধীদের প্রতিরোধকল্পে এবং সচেতনতা মূলক সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান শামীম এর সভাপতিত্বে সচেতনতা মূলক সভা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, মাদক বিক্রেতার এখন তাদের কৌশল পরিবর্তন করেছে। তারা এখন হাত বদল বিক্রি সুকৌশলে মাদক ব্যবসা করে, তাই এলাকাবাসী ও অনেক সচেতন হতে হবে।সমাজে সন্ত্রাসীর সংখ্যা নগন্য ভাল মানুষের সংখ্যা অনেক তাই ভয় পাবার কোন কারন আমি দেখি না। এলাকায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ইভটিজার, বল্য বিবাহের ঘটনা তথ্য আবশ্যই আমাদের কে জানাবেন। প্রত্যেক এলাকার গ্যাং কালচার আছে তাই তাদের তথ্য আমাদের কে দিবেন। আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো।
বিষ্ণুপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক কাজী আব্দুর রহিম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াসীম জমাদারের যৌথ পরিচালনায় সচেতনতা মূলক ও পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদ, মডেল থানার ইন্সপেক্টর কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর মোঃ আব্দুর রব, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সালেহ উদ্দিন (জিন্নাহ), সাধারন সম্পাদক অধ্যক্ষ ওমর ফারুক, ২ নং আশিকাটি ইউনিয়ন কমিটি পুলিশের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন মোঃ জিলান, স্পেন প্রবাসী এইচ এম হারুন-অর-রশিদ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান টুটুল মুন্সী, চাঁদপুর বারের আইনজীবি এ্যাডঃ শাহাজান আখন্দ, বালধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার মাস্টার, শুক্কুর মাস্টার, মফিজুল ইসলাম ঢালী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে বিষ্ণুপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর ইউনিয়ন কমিটি ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি /সাধারন সম্পাদকে ফুল দিয়ে বরন করেন অতিথিবৃন্দ।