• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৭ মে, ২০১৯

হাজীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন। তিনি বলেন, জনগণের সেবক হয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। পুলিশকে নিয়মিত তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং পুলিশের সেবা নিন।

তিনি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জঙ্গিবাদের সাথে কোন আপোষ নেই। উল্লেখিত অপরাধগুলো কোথাও সংগঠতি হলে অথবা কোথাও আইন-শৃঙ্খলার অবনতির আশংকা দেখা দিলে নিকটস্থ থানায় অবহিত করুন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনির সভাপতিত্বে ওপেন হাউজ ডে আরো বক্তব্য রাখেন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কমিউিনিটি পুলিশিং এর সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, পৌর কমিউনিটি পুলিশিং এর সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার মুন্সী প্রমুখ।

এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন পরিবহনের চালক, শ্রমিকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর
error: Content is protected !!