স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকার ছৈয়াল বাড়ি রোড থেকে ১শ ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার ছৈয়াল বাড়ি রোডের তালুকদার ভিলার ৬ষ্ঠ তলা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মতলব দক্ষিণ উপজেলার মধ্য পিংড়া বকাউল বাড়ির নূর ইসলাম বকাউলের ছেলে মো. লিটন বকাউল (৩৩) ও তার স্ত্রী সীমা বেগম (২৮)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে নাজিরপাড়া এলাকার ছৈয়াল বাড়ি রোডের তালুকদার ভিলায় অভিযান পরিচালনা চালাই। এ সময় মাদক ব্যবসায়ী লিটন বকাউল ও তার স্ত্রী সীমা বেগমের কাছ থেকে ১শ ৩৫ পিস ইয়াবাসহ আটক করি।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।