notunerkotha.com
বিশ্বকাপের পর পাকিস্তানের কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি বাড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন ভেতরের খবর, বোর্ডের সকলের মতামতে নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিসিবি-র ‘প্যাট্রন-ইন-চিফ’ ইমরান খানের নির্দেশেই নাকি মিকি আর্থারের চুক্তি বাড়ানো হয়নি।
ভারতীয় গণমাধ্যমের খবর, বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ভাল হয়নি। শেষ চারের ছাড়পত্রও জোগাড় করতে পারেনি ইমরান খানের দেশ। রানরেটের হিসেবে নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে থাকায় সেমিফাইনালে ওঠা হয়নি পাকিস্তানের। যদিও গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরও আর্থারের চুক্তি আরও দুই বছরের জন্য বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত পিসিবি অবশ্য আর্থারের চুক্তি বাড়ায়নি। শোনা যাচ্ছে, ইমরান খানের পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর, পিসিবি চেয়ারম্যান এহসান মানি আর্থারের চুক্তি নবীকরণ করা নিয়ে ইমরান খানের সঙ্গে আলোচনা করেছিলেন। ইমরান নাকি পরিষ্কার জানিয়ে দেন, বিশ্বকাপে ব্যর্থতার পরে কোচিং-স্টাফ বদলাতে হবে। নতুন কোচ নিয়োগ করতে হবে। যদিও এ ব্যাপারে পিসিবি প্রকাশ্যে কোনও বিবৃতি দেয়নি।
২০১৬ সালের মাঝামাঝি সময় থেকে পাকিস্তানের কোচ হিসেবে কাজ করেছেন আর্থার। তাঁর কোচিংয়ে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান এক নম্বরে। তবে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের পারফরম্যান্স ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। ওয়ানডে ক্রিকেটেও ধারাবাহিকতা নেই পাকিস্তানের।
আর্থারের চাকরি গেলেও সম্ভবত বেশি দিন তাকে বেকার হয়ে থাকতে হবে না। ইতিমধ্যেই শ্রীলঙ্কা ও ইংল্যান্ড তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে